মগের মুল্লুক !!!
[ Go to bottom | Go to latest post | Subscribe to this topic | Latest posts first ]
মগের মুল্লুক !!!
from Robi on 04/23/2015 06:22 AMমগের মুল্লুক কথাটি আমরা অনেকেই শুধু বাগধারায় পরেছি, কিন্তু দেখিনি। বাস্তবে কেউ এটি প্রত্যক্ষ করতে চাইলে একবার দশানীর মোড় থেকে ঘুরে আসুন।
ছোট্ট একটি উদাহরন দিই। দশানী মোড় সংলঙ্গ চতুরপাশের সরকারী রাস্তা দখল করে নিয়েছে ভারায় চালিত মোটরসাইকেল। রাস্তার সর্বত্র এরা ছড়িয়ে ছিটিয়ে থাকে। এদের দাপট এতই বেশি যে ব্যাক্তিগত কোন মটরসাইকেল বা সাইকেল সেখানে দাড়াতে পারেনা। যে কারো মনে হতেপারে রাস্তাটা ওদের ব্যাক্তিগত ব্যাবহারের জন্য ওদের বাপ করে দিেয়ছে। জনগনের ভোগান্তি বাড়াতেই যেন এর সাথ পাল্লািদয়ে গড়ে উঠছে অবৈধ দোকানপাট। এরফলে ক্রমেই ঝুিকপূর্ন হয়ে উঠছে দশানীর মোড়। প্রতিনিয়ত এখানে দূর্ঘটনা লেগেই আছে। তাছাড়া বাজার বা কেনাকাটা অথবা যেকোন কাজে গিয়ে সাধারন মানুষ একসেকেন্ড সেখানে দাড়াতে পারেনা। আর এসবকিছুই চলছে পুলিশের সামনে ক্ষেত্রবিষেশে তাদের মদদে।এসব দেখার কেউ নাই। স্বধীন দেশে জিম্মি আমরা। একেই বলে মগের মুল্লুক। হাজার ঘটনার এটি একটি উদাহরন মাত্র
©Alfastation?