রবিনের গলি

1  |  2  |  3  |  4  |  5  |  6  ...  8  |  »  |  Last [ Go to bottom  |  Go to latest post  |  Subscribe to this topic  |  Latest posts first ]


sohel

34, male

  Leading বাগেরহাটবাসী

Posts: 201

রবিনের গলি

from sohel on 05/24/2015 04:43 PM

240x320_Moonwapkingcc.jpg

Reply

Nahid

28, male

  বােগরহােটর বাঘ

Posts: 1614

Re: রবিনের গলি

from Nahid on 04/17/2016 05:13 PM

১.তোমাকে অনেক সুন্দর লাগছে:
এটা খুবই সাধারণ একটি কথা যা
প্রতিটি নারী তাদের আকাঙ্খিত
পুরুষদের কন্ঠ থেকে শুনতে পছন্দ
করেন। সেই নারী হোক সুন্দর বা
অসুন্দর তবু এই কয়েকটি শব্দ
তাদেরকানে লাগে সুমধুর। কোনো
পুরুষ যদি মুগ্ধতার বশে বলে নয়ে
তোমাকে আজ বেশ সুন্দর লাগছে
তাহলে নারীরা খুশি হয়ে যান। এই
বাক্যটি তখন তাদের কাছে পৃথিবীর
সর্বশ্রেষ্ঠ বাক্য মনে হয়।...

Nahid

Reply

Nahid

28, male

  বােগরহােটর বাঘ

Posts: 1614

Re: রবিনের গলি

from Nahid on 04/17/2016 05:14 PM

_জানি না তুমি কেমন আছো.??
তবে খুব জানতে ইচ্ছে করে,
ইচ্ছে করে খুব কাছ থেকে তোমার
সুখ গুলো ছুয়ে দেখতে। কারন
তোমার এই সুখ গুলোর মাঝেই
যে আমার কিছু কান্না মিশে আছে।
তোমায় কোনোদিন ও
বুঝাতে পারিনি,
যে কতোটা ভালোবাসি আমি তোমায়।
বুঝাব কি করে..??
____________________

Nahid

Reply

Nahid

28, male

  বােগরহােটর বাঘ

Posts: 1614

Re: রবিনের গলি

from Nahid on 04/17/2016 05:16 PM

কোন এক শ্রাবণময় বর্ষণমুখর সন্ধ্যায় বালকটি বলেছিলো হে বালিকা,তুমি কি আমার রোজ সকালে বিনা পারিশ্রমিকে ঘুম ভাঙানোর চাকুরিটা নেবে?
.
হবে কি আমার নিত্য দিনের ভোরের এলার্ম? বাজবে কি আমার কানের কাছে সুরালো ঝংকার তুলে!!
.
বালিকাটি হেঁসে প্রতিউত্তরে বলেছিলো এতটুকুই তো চেস্টা করতে ক্ষতি কিসে?
.
.
সেদিনের পর থেকে আজ পর্যন্ত বালিকাটি এলার্ম হয়ে বাজতে একটা দিনো ভুল করেনি।
.
কিন্তু দুঃখের বিষয় বালকটি আজ পর্যন্ত একদিনো বালিকার ডাকে বিছানা ছেড়ে ওঠেনি।
.
কিন্তু সেই বালিকা টা জানে না,বালকটি তাকে চাকুরী দেবার পর

Nahid

Reply

Nahid

28, male

  বােগরহােটর বাঘ

Posts: 1614

Re: রবিনের গলি

from Nahid on 04/17/2016 05:16 PM

দুই জন সাধু, একজনের নাম সদানন্দ ও আরেক জনের নাম নিত্যানন্দ। দুই জন ধর্ম আলোচনা করতে করতে পথ চলছেন।যেতে যেতে হঠাত দেখলেন সামনে একটি নর্দমা,আর সুবেশী
এক রমনী দাড়িঁয়ে আছেন।কি করে নর্দমা পার হবেন ভাবছেন।এমন সময় সাধু সদানন্দ পাজঁকোলা করে রমনীকে নর্দমা পার করে দিলেন।
.
আবারও দুজন পথ চলতে লাগলেন। যেতে
যেতে রাত নেমে এলো।দুজনে স্বপাক
আহার করার প্রস্তুতি নিচ্ছিলেন।হঠাত
নিত্যানন্দ বলে উঠলেন: সাধু যেখানে আমাদের ধর্মে নারীদের হাতের রান্না করা খাবার খাওয়া দূরের কথা,মুখ দর্শন করাও...

Nahid

Reply

Nahid

28, male

  বােগরহােটর বাঘ

Posts: 1614

Re: রবিনের গলি

from Nahid on 04/17/2016 05:17 PM

কামালের তার সাজান গোছান অফিস রুমে বসে আছে।রুমের এক সাইডে বিশাল একটা LED টিভি । আর রুমের মাজখানে বিশাল একটা টেবিল তার উপড়ে শোভা পাচ্ছে একটা ল্যাপটপ আর কিছু ফাইল এসি ও টিভি এর রিমোট।কেউ দেখা করতে আসলে বসার জন্য ৩টা চেয়ার আর রুমের এক সাইডে বাথরুমের দরজা।
.
কামালের অফিসটা একটা আবাসিক এলাকায় নিরিবিলি পরিবেশে।যার প্রতিটা রুমে সিসি ক্যামেরা ফিট করা আছে।কামাল চাইলেই তার রুম থেকে যে কোন রুমের অবস্থা দেখতে পারে সেই ব্যাবস্থা আছে।কিন্তু কামাল এই কাজটা সাধারণত..

Nahid

Reply

Nahid

28, male

  বােগরহােটর বাঘ

Posts: 1614

Re: রবিনের গলি

from Nahid on 04/17/2016 05:17 PM

খারাপটা শোনার জন্যই
ছেলেরা দুনিয়াতে
আসেনি।
সুন্দর
শব্দটার
উপর ছেলেদেরও
অধিকার আছে।
✔✔অফিস ফেরত ছেলেটা
যখন বাসে ঝুলে বাড়ির
পথে থাকে তার কপাল
বেয়ে নেমে আসা এক
ফোটা ঘামে সুন্দরের...

Nahid

Reply

Nahid

28, male

  বােগরহােটর বাঘ

Posts: 1614

Re: রবিনের গলি

from Nahid on 04/17/2016 05:18 PM

ভালোবাসার জন্য

- শোনো, ঠিক এখানটায় দাড়িয়ে থাকবা তুমি, আমি আসবো। ওদিকে যাওয়ার দরকার নেই। আব্বু ভাইয়া তোমাকে দেখলে একদম মেরে ফেলতে চাইবে।
.
এভাবেই মেয়েটা বলে গিয়েছিলো তাকে। পালিয়ে যাবে তার সাথে। আজ প্রায় ৩০ বছর হতে চলেছে ছেলেটা এখনো ঠিক এখানেই দাড়িয়ে আছে অপেক্ষায়, তার প্রিয়তমা আসবেই। নাহ্ এলোনা সে, কিন্তু ছেলেটার বিশ্বাস আজো ছেলেটাকে দাড় করিয়ে রাখে। রোদ বৃষ্টি কিংবা অন্য কোন কিছুর সাধ্য নেই ছেলেটার এই অপেক্ষায় বাধা হতে পারে।
.
আমরা তো ভালবাসি, প্রতিনিয়ত স্বপ্ন সাজাই কিন্তু কেউ কারো জন্যই অপেক্ষা.

Nahid

Reply

Nahid

28, male

  বােগরহােটর বাঘ

Posts: 1614

Re: রবিনের গলি

from Nahid on 04/17/2016 05:18 PM

ভালোবাসায় তুমি আমি
---------------------------------------------

 

ভালবাসা কাচের আয়না নয়, যে ইচ্ছা হলেই ভেঙ্গে টুকরা টুকরা হয়ে যাবে।
.
ভালোবাসা দেয় না কিছু নিজেকে ছাড়া।ভালোবাসা নেয় না কিছুই নিজেকে ছাড়া।
.

ভালবাসা হচ্ছে পানি,ভাঙবে না,মচকাবে না,ছিড়ঁবে না, কিন্তু মরুভূমির তে ফেলে দিলে হারিয়ে যাবে।

লেখায়ঃ Safiqul Islam (গাংচিল এবং আমি)

Nahid

Reply

Nahid

28, male

  বােগরহােটর বাঘ

Posts: 1614

Re: রবিনের গলি

from Nahid on 04/17/2016 05:19 PM

রাস্তার মোড়ে একটা মহিলাকে দেখলাম তার বাচ্চাকে নিয়ে বসে থাকতে ।
সাথে কিছু পতিতা দাঁড়িয়ে আছে।
লিপস্টিক, স্নো,পাউডার লাগিয়ে কিছু পুরুষকে আকর্ষন করছে।
যে মহিলা টি পতিতাদের সাথে বসে বাচ্চা নিয়ে কাঁদছে সে ও মনে হয় এই কাজটি করবে।
কিছু কিছি সভ্য মানুষ তাদের দিকে গালী দিচ্ছে।

Nahid

Reply
1  |  2  |  3  |  4  |  5  |  6  ...  8  |  »  |  Last

« Back to forum