হ্যারমার ঠোডা
Erste Seite | « | 1 ... 11 | 12 | 13 | 14 | 15 ... 22 | » | Letzte
[ Nach unten | Zum letzten Beitrag | Thema abonnieren | Neueste Beiträge zuerst ]
Re: হ্যারমার ঠোডা
von Nahid am 19.04.2016 07:41জীবন কারো জন্য
থেমে থাকে না,
কিন্তু , মন
টা মাঝে মাঝে থেমে যায়,
প্রিয় মানুষটার জন্যে ।
তখন খুব বেশী কষ্ট হয়, সেই কষ্ট
না কাউকে দেখানো যায়,
না কাউকে বলা যায় ।
Nahid
Re: হ্যারমার ঠোডা
von Nahid am 19.04.2016 07:41হাজার টা সুখের স্মৃতি,
একটি কষ্ট
কে মুছে ফেলতে পারে না,
কিন্তু , একটি কষ্ট,
হাজার টা সুখের
স্মৃতি কে মুছে ফেলতে পারে । এটিই জীবনের
সবচেয়ে নিষ্ঠুর সত্যি ।
Nahid
Re: হ্যারমার ঠোডা
von Nahid am 19.04.2016 07:42একটা রিলেশনের
পেছনে মেয়েদের
যতটুকু অবদান থাকে ছেলেদের
তার
থেকে একটু বেশি থাকে।
কারন ছেলেদের কে প্রথম প্রেম
নিবেদন করতে হয়।
কষ্ট করে সম্পর্ক গড়ে তুলেও
তাদের
দায় শেষ হয়না।...
Nahid
Re: হ্যারমার ঠোডা
von Nahid am 19.04.2016 07:42কারো মনে আঘাত দিও না,
সুখী হতে পারবে না ।
ভালোবাসতে না পারো,
অভিনয় কোরো না ।
মনে রেখো কারো চোঁখের
পানি, তোমার জীবনে অভিশাপ
হয়ে ঝরতে পারে ।
Nahid
Re: হ্যারমার ঠোডা
von Nahid am 19.04.2016 07:43আজ তুমি নেই
তবু ভাবনাতে ফিরে আসো
সপ্নেরা ভুল করে সেই দরজায়
করা নারে
আজো চেনা চেনা লাগে
সেই পথ সৃতিরা নিরবে কাঁদে
আধাঁরে লুকায় চোখের জল
আজ তুমি নেই
তবু ও মাঝরাতে ঘুম ভাঙ্গে
শূন্য হৃদয়ে ভালবাসা জাগে...
Nahid
Re: হ্যারমার ঠোডা
von Nahid am 19.04.2016 07:43পা না ভিজিয়ে হয়তো সাগর
পাড়ি দেওয়া যায়,
কিন্তু , চোঁখ
না ভিজিয়ে জীবন
পাড়ি দেয়া অসম্ভব ।
Nahid
Re: হ্যারমার ঠোডা
von Nahid am 19.04.2016 07:43অভিমানের মেঘ ভাসিয়ে দাও
দূরে,
মন খারাপের দিনগুলো
তোমার না আসুক ফিরে.
দুঃখ গুলো দাও উড়িয়ে দূর
আকাশের নীড়ে, অসীম সুখ বয়ে আসুক
তোমার জীবন জুড়ে!
Nahid
Re: হ্যারমার ঠোডা
von Nahid am 19.04.2016 07:44কাউকে ভালোবাসা !!
কোন কঠিন কাজ নয় ...
কঠিন
হলো যাকে ভালোবাসেন ,,
তার কাছ
থেকে ভালোবাসা পাওয়া !!
Nahid
Re: হ্যারমার ঠোডা
von Nahid am 19.04.2016 07:44ভদ্র ছেলেদের জন্য মেয়েদের
মনে কখনও প্রেম জাগে না।
যা জাগে সেটা হল
সহানুভূতি।
Nahid
Re: হ্যারমার ঠোডা
von Nahid am 19.04.2016 07:45কালকে কাঁদিনি। কিন্তু এখন
আমি কাঁদতে বসব।
কালকে যখন মুশফিকের হাত
থেকে ক্যাচ পড়ল আর
গ্যালারিতে আমাদের
মেয়েরা কাঁদছিল, তখনও কাঁদিনি। মুশফিকের ক্লোজ
শটে তারপর যখন তার
কান্না কান্না মুখটা দেখলাম,
তখনও কাঁদিনি।
আজকে আর পারছি না।...
Nahid