রবিনের গলি
Erste Seite | « | 1 | 2 | 3 | 4 | 5 | » | Letzte
[ Nach unten | Zum letzten Beitrag | Thema abonnieren | Neueste Beiträge zuerst ]
Re: রবিনের গলি
von Nahid am 18.04.2016 05:25যেদিন আমি হারিয়ে যাব, বুঝবে সেদিন বুঝবে, অন্তপারের সন্ধাতারায় আমার খবর পুছবে- বুঝবে সেদিন বুঝবে।
-কাজী নজরুল ইসলাম
Nahid
Re: রবিনের গলি
von Nahid am 18.04.2016 05:25পৃথিবীতে যে তোমাকে বেশী সন্দেহ করবে,
বুঝে নিবে সে তোমাকে তার জীবনের চেয়েও
বেশী ভালোবাসে কারন, smile emoticon
সে চায় না তার ভালোবাসার
ভাগ আর কেউ পাক ।
Nahid
Re: রবিনের গলি
von Nahid am 18.04.2016 05:26যার কাছে দু ফোটা চোখের পানির কোনো মূল্য নেই,
সে কি করে বুঝবে অসীম ভালোবাসার মূল্য?
কেনো তুমি বার বার সেই মানুষটির জন্যে কাঁদো,
যে কিনা তোমার চোখের পানিকে শুধু পানি হিসেবেই দেখে,
খুঁজে না সেই কান্নার পেছনের কারন।
সেই মানুষটির জন্যেই কাঁদো,
যে কিনা তোমার চোখের কোনে পানি জমার আগেই খুঁজে
বের করে নেয় সেই...
Nahid
Re: রবিনের গলি
von Nahid am 18.04.2016 05:27দুঃখ সবার মাঝেই থাকে !!
কিন্তু সবাই কি তা সইতে পারে ??
কেউ সয় নিরবে ,
কেউ বা বুকে জমা রাখে হাসির সুরে ,
কেউ বা সইতে না পেরে হারিয়ে যায় চিরতরে .......... cry emoticon
Nahid
Re: রবিনের গলি
von Nahid am 18.04.2016 05:27যতটা ভালবেসেছি তোকে
ততোটা আর কাউকে বাসিনি...
যতটা কান্না করেছি তোর জন্য প্রতি রাতে,
ততোটা অশ্রু আর কারো জন্য ঝরেনি...
যতটা প্রহর গুনেছি তোর অপেক্ষায়,
ততোটা হয়তো আর কারো জন্যই করি নি...
কোন দিন বুঝতেও চাইলি না যে তোকে কতটা ভালবাসি ...... cry emoticon
Nahid
Re: রবিনের গলি
von Nahid am 18.04.2016 05:28চাইলে কষ্টকে আড়াল করা যায়,
অশ্রুকে লুকিয়ে রাখা যায়,
দুরে সরে গিয়ে সান্তনা দেয়া যায়,
কিন্তু কাউকে মনে একবার জায়গা দিলে
কখনও মুছে ফেলা যায় না !........ cry emoticon
Nahid
Re: রবিনের গলি
von Nahid am 18.04.2016 05:28জীবনে কাউকে আঘাত করার আগে
একটু ভেবে নিবে,
নিজে আঘাত পেলে কেমন লাগে।
মনে রাখা উচিৎ জীবনে কাউকে কাদিয়ে
বেশিদিন ভালো থাকা যায় না .......
Nahid
Re: রবিনের গলি
von Nahid am 18.04.2016 05:29আমি সেই অভিমানী,
যে বুক ভরা কষ্ট নিয়ে সবার সাথে হাঁসি......
আমি সেই অভিমানী,
যে সারা দিন হেসে খেলে মধ্যরাতে চুপিসারে কাঁদি......
আমি সেই অভিমানী,
যে হাজার দুঃখেঁর মাঝেও বলি সুখে আছি আমি......
আমি সেই অভিমানী
যে রাগ কে আড়াল করে বলি কিছুই তো হয়নি.........
আমি সেই অভিমানী
যে হয়ে থাকবে সারা জীবন শুন্য আকাশের ঘুড়ি .........
Nahid
Re: রবিনের গলি
von Nahid am 18.04.2016 05:30মা বোন স্ত্রী অথবা কন্যা!
যে রূপেই হোক না কেন,
নারীর প্রেম পুরুষের প্রেম
অপেক্ষা শ্রেষ্ঠ ও পবিত্র।।
-এইচ.জি.লরেন্স
Nahid
Re: রবিনের গলি
von Nahid am 18.04.2016 05:30নিরবেই কাঁদব
___ মোশারফ
.
আমি নিরবেই কাঁদব
নিরবেই হাসব,
কখনও বলব না আর
আমার কান্না পাচ্ছে দেখে যাও
একবার ।
.
আমি নিরবেই জ্বলব...
Nahid