রবিনের গলি
Erste Seite | « | 1 | 2 | 3 | 4 | 5 | » | Letzte
[ Nach unten | Zum letzten Beitrag | Thema abonnieren | Neueste Beiträge zuerst ]
Re: রবিনের গলি
von Nahid am 18.04.2016 05:12সেদিনের সেই বিকেলে,
ছোট্ট একটা সময় জুড়ে,
থেমে থাকা তোমার নিস্তব্ধ চাহনি,
আমার চোখে তুমি,
আর তোমার চোখে আমি।
.
জানো সেদিন না মন টা বড্ড বেখায়ালিপনাময় ছিল,
আকাশের ভার মন টা তাই ধরা দিল না আমার চোখে।
শিরশির বাতাসে উড়ছিল তোমার চুল গুচ্ছ,
কেমন জানি থমকে যাওয়া,...
Nahid
Re: রবিনের গলি
von Nahid am 18.04.2016 05:18মানুষের মন বড়ই অদ্ভুত,
কেউ একটু খানি ভালোবাসা পাবার
জন্য দিন রাত কাঁদে....
আবার কেউ এক বুক ভালোবাসা
পেয়েও অবহেলা করে ............ cry emoticon
Nahid
Re: রবিনের গলি
von Nahid am 18.04.2016 05:19তখন আমি খুব ছোট। প্রায়ই আফসোস হতো- ইশ! আমি যদি ঐ বড়লোকের ছেলেটি হতে পারতাম! তাহলে আমারও ফুটবল থাকতো, সবাই আমার সাথে খেলতো!
.
একদিন সিদ্ধান্ত নিয়েই ফেললাম আজই আল্লাহর কাছে দোয়া করব আর তিনি আমাকে বড় লোকের ছেলেটির জায়গায় রেখে আসবেন। কিন্তু হঠাৎ মনে হল, 'আরে ঐ ছেলে তো পরীক্ষায় ফেল করে, যেখানে আমি হই ফার্স্ট।' সঙ্গে সঙ্গে সেই সিদ্ধান্ত বাতিল করলাম।
.
আরও একটু বড় হতেই দেখলাম পাশের বাসার ভাইয়াটা বাইক চালিয়ে চুল উড়িয়ে ঘুরে বেড়ায়। ভাবলাম ইশ, আল্লাহ যদি আমাকে ঐ ভাইয়ার জায়গায় সৃষ্টি করতেন। এবারও দোয়া করতে..
Nahid
Re: রবিনের গলি
von Nahid am 18.04.2016 05:20তখন আমি খুব ছোট। প্রায়ই আফসোস হতো- ইশ! আমি যদি ঐ বড়লোকের ছেলেটি হতে পারতাম! তাহলে আমারও ফুটবল থাকতো, সবাই আমার সাথে খেলতো!
.
একদিন সিদ্ধান্ত নিয়েই ফেললাম আজই আল্লাহর কাছে দোয়া করব আর তিনি আমাকে বড় লোকের ছেলেটির জায়গায় রেখে আসবেন। কিন্তু হঠাৎ মনে হল, 'আরে ঐ ছেলে তো পরীক্ষায় ফেল করে, যেখানে আমি হই ফার্স্ট।' সঙ্গে সঙ্গে সেই সিদ্ধান্ত বাতিল করলাম।
.
আরও একটু বড় হতেই দেখলাম পাশের বাসার ভাইয়াটা বাইক চালিয়ে চুল উড়িয়ে ঘুরে বেড়ায়। ভাবলাম ইশ, আল্লাহ যদি আমাকে ঐ ভাইয়ার জায়গায় সৃষ্টি করতেন। এবারও দোয়া করতে...
Nahid
Re: রবিনের গলি
von Nahid am 18.04.2016 05:20এই মন খারাপের রাতে,
তুমি এসো না বৃষ্টি হয়ে ।
আমি জলকণা হব,
ছত্রহীন পথিক আমি—
তোমার অঙ্গ ছোঁব ।
তুমি এসো না বৃষ্টি হয়ে..........
.
ভিজিয়ে দেও না দুনয়ন,
আঁখি মোর সিক্ত অশ্রুজলে,
Nahid
Re: রবিনের গলি
von Nahid am 18.04.2016 05:20"অন্যের আনন্দের জন্য যারা নিজের
আনন্দ বিসর্জন দেয় তারা মহান হয়,
বোকা নয়।"
Nahid
Re: রবিনের গলি
von Nahid am 18.04.2016 05:21যে তোমায় বুঝতে চায় না
তার কাছে বারবার নিজেকে
প্রকাশ করতে যেও না...
কারন...
সে তোমাকে কখনো বুঝবেনা
বিনিময় তুমি অনেক কষ্ট পাবে......... cry emoticon
Nahid
Re: রবিনের গলি
von Nahid am 18.04.2016 05:22"সৌন্দর্য যে ক্ষনস্থায়ী, ফুলকে দেখেই তা উপলদ্ধি করতে হবে।"
________হেলেন হান্ট
Nahid
Re: রবিনের গলি
von Nahid am 18.04.2016 05:22১.আপু আমি যদি
আপনার ঠোটে মাছের আইশ
ঘষে দিই তবে আপনি কি করবেন?
___ বেয়াদব। এক
চড়ে তোমার সব
দাত ফেলে দেব।
___তাহলে ঠোটে
লিপিস্টিক লাগাইছেন ক্যান?
জানেন না লিপিস্টিক
মাছের আইশ
দিয়ে তৈরি হয়।
২. আপনি কি মুসলিম?...
Nahid
Re: রবিনের গলি
von Nahid am 18.04.2016 05:23হয়তো আমার চোখের জলে,
তোমাকে ভেজাতে পারবো না cry emoticon
.
কিন্ত এমন একদিন আসবে,
যেদিন তোমার চোখের জলে
তোমাকেই ভিজতে হবে.. frown emoticon
.
তখন বুঝবে কতটা কষ্ট পেলে ও
আঘাত পেলে চোখের জল পড়ে..
Nahid