রবিনের গলি
1 | 2 | 3 | 4 | 5 | » | Letzte
[ Nach unten | Zum letzten Beitrag | Thema abonnieren | Neueste Beiträge zuerst ]
রবিনের গলি
von sohel am 04.06.2015 05:55Re: রবিনের গলি
von Nahid am 18.04.2016 04:55তোমরা সৎ কর্মে আদেশ দেবে
অসৎ কর্মে নিষেধ করবে।
আর আল্লাহ্ এর উপর ঈমাণ রাখবে।
- আল কোরআন ২/১৪৮
Nahid
Re: রবিনের গলি
von Nahid am 18.04.2016 04:55ভালবাসার মানুষটির সাথে অভিমান
করে থাকাটা দোষের না।
কিন্তু তখন খুব কষ্ট লাগে,
যখন ভালোবাসার মানুষটি
অভিমান ভাঙ্গাতে আসে না
একসময় ভুলে যেতে হয় তাকে।
আসলে এমন কারোও প্রতি
এতোটাই ইমোশনাল হওয়া ঠিক না।
যার কাছে আপনার ইমোশনালের
কোন গুরুত্ব নেই।...
Nahid
Re: রবিনের গলি
von Nahid am 18.04.2016 04:57অভিমান বড্ড খারাপ একটা জিনিস..
কিছু বলাও যায় না,
সহ্য ও করা যায় না।
কিন্তু .........
ভিতরটাকে কুরে কুরে খায়,
আর শুধুই নীরবে কাঁদায় ... cry emoticon
Nahid
Re: রবিনের গলি
von Nahid am 18.04.2016 04:59কষ্ট দাও তবে এতো বেশি দিয়ো না,
যা সইবার ক্ষমতা আমার নেই !
দুঃখ দাও তবে এতো বেশি দিয়ো না,
যা বইবার ক্ষমতা আমার নেই !
আমায় এতো বেশি কাঁদাইয়ো না,
যে কান্নার জল একদিন তোমায় ভাসিয়ে দিবে ... cry emoticon
Nahid
Re: রবিনের গলি
von Nahid am 18.04.2016 05:00_____ পাল্টা সময় ____
.
.
_আপা। আমাকে একটা ফুসকা দিবেন ?
_ভাগ এইখান থেকে। কই থেকে যে আসে এই ছোটলোক গুলো ..
_আপা, দিলে দিবেন। না দিলে নাই। তাও ছোট লোক বলবেন না..
_এই ছোটলোক। ভাগ এখান থেকে ..
_যাইতেছি কিন্তু যাবার আগে একটা কথা বলে যাই। আজকে যাদের ছোটলোক ভাবছেন, এদের ছাড়া আপনারাই চলতে পারে না .. আপনার এই অহংকার আপনাকে কোথায় নিয়ে গিয়ে দাড় করাবে তা বুঝতে পারবেন।
_ধুর, তুই ভাগ এখান থেকে...
.
.
Nahid
Re: রবিনের গলি
von Nahid am 18.04.2016 05:06আমি এমন এক জনকে চাই,
যে আমাকে বুঝবে ..
একটু চোখের আড়াল হলে,
পাগলের মত খুঁজবে ..
ভালবেসে বার বার,
আমার কাছে আসবে ..
আর দূরে গেলে,
অঝর নয়নে কাঁদবে......... cry emoticon
Nahid
Re: রবিনের গলি
von Nahid am 18.04.2016 05:11ইসলাম নারীদের কেমন চোখে দেখে ?
.
১) একটা নারীর যখন জন্ম হয়, ইসলাম বলে:
"যার ঘরে প্রথমে কন্যা সন্তান হয় সেইঘর বরকতময়"।
.
২) নারী যখন যুবতী হয়, ইসলাম ঘোষনা দেয় যে "তার মেয়েকে সঠিকভাবে লালন পালন করে ভালপাত্র দেখে বিয়ে দেয় তার জন্য
জান্নাত ওয়াজিব হয়ে যায়।"
.
৩) নারী যখন বিবাহিত, ইসলাম বলে "সেই পুরুষই সর্বোত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম"।
.
৪) নারী যখন সংসারী, ইসলাম বলে "স্ত্রীর দিকে দয়ার দৃষ্টিতে তাকানো সওয়াবের কাজ। এমনকি স্ত্রীকে আদর করে মূখে এক লোকমা
খাবার তুলে দেয়াও"।...
Nahid
Re: রবিনের গলি
von Nahid am 18.04.2016 05:12যখন তুমি সত্যিকারের ভালোবাসা পাও,
তাঁকে সম্মান করতে শিখো, এবং
কোন পরিস্থিতিতে তাঁকে হারিয়ে যেতে দিওনা ।
কারণ আজ যা তুমি সহজে পেলে,
হয়তো কাল তা তুমি হাজার কাঁদলেও পাবে না..... cry emoticon
Nahid
Re: রবিনের গলি
von Nahid am 18.04.2016 05:12প্রত্যেকটি মানুষের জীবনে একবার প্রেম আসে
সে প্রেম কারো জীবনে এসে সুখ দিয়ে ভরে যায়।
আবার কারো জীবন থেকে সুখগুলো কেড়ে নিয়ে দুঃখ দিয়ে ভরে যায়
তখন মানুষের জীবনে শুধু কষ্টই রয়ে যায়..
Nahid