রবিনের গলি

Erste Seite  |  «  |  1  |  2  |  3  |  »  |  Letzte [ Nach unten  |  Zum letzten Beitrag  |  Thema abonnieren  |  Neueste Beiträge zuerst ]


Nahid

29, Männlich

  বােগরহােটর বাঘ

Beiträge: 1614

Re: রবিনের গলি

von Nahid am 18.04.2016 10:20

যে ভালবাসতে শেখায়, সেই ই আবার সযত্নে তোমাকে শেখায় যে তোমাকে "একা থাকতে হবে"

Nahid

Antworten

Nahid

29, Männlich

  বােগরহােটর বাঘ

Beiträge: 1614

Re: রবিনের গলি

von Nahid am 18.04.2016 10:20

পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে হায়
ও সে চোখের দেখা প্রানে কথা সে কি ভোলা যায়,
আয় আর একটি বার আয় রে সখা, প্রানের মাঝে আয়।
মোরা সুখের দুখের কথা কব প্রান জুড়াবে তায়,
মোরা ভোরের বেলায় ফুল তুলেছি দুলেছি দোলায়--
বাজায়ে বাঁশি গান গেয়েছি বকুল তলায়,
হায় মাঝে হলো ছাড়াছাড়ি, গেলেম কে কোথায়--
আবার দেখা যদি হলো সখা,প্রানের মাঝে আয়।

Nahid

Antworten

Nahid

29, Männlich

  বােগরহােটর বাঘ

Beiträge: 1614

Re: রবিনের গলি

von Nahid am 18.04.2016 10:22

পৃথিবীতে সবাই একা| আজ তুমি যার সাথে তোমার মন খারাপের কথা শেয়ার করছো কাল হয়তো বা সেই হতে পারে তোমার মন খারাপের কারন|

Nahid

Antworten

Nahid

29, Männlich

  বােগরহােটর বাঘ

Beiträge: 1614

Re: রবিনের গলি

von Nahid am 18.04.2016 10:24

বাংলা ছোটগল্পের স্রষ্টা এবং শ্রেষ্ঠ শিল্পী রবীন্দ্রনাথ। পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ ছোটগল্পকার তিনি। 'গল্পগুচ্ছ' তার উজ্জ্বল দৃষ্টান্ত। সন্দেহ নেই রবীন্দ্রনাথ মূলত কবি। তার কবিতা কার না ভালো লাগে। কিন্তু প্রায় শ'খানেক ছোটগল্পে রবীন্দ্রনাথ যে আরেক আলোর ভুবন গড়ে তুলেছেন 'গল্পগুচ্ছ' না পড়লে তা বোঝা যায় না। এখানে অন্য রবীন্দ্রনাথকে দেখতে পাই, বাংলাদেশের ভেতরের মানুষ রবীন্দ্রনাথ দেখতে পাই। এর কারণও আছে। ১৮৯১ সালে কবি এলেন পদ্মাপাড়ে জমিদারি তদারক করার জন্য। কবির সামনে এক নতুন পৃথিবী উঠে এলো।...

Nahid

Antworten

Nahid

29, Männlich

  বােগরহােটর বাঘ

Beiträge: 1614

Re: রবিনের গলি

von Nahid am 18.04.2016 10:24

আমি পথভোলা এক পথিক এসেছি ।
সন্ধ্যাবেলার চামেলি গো, সকাল বেলার মল্লিকা
আমায় চেন কি ।'
চিনি তোমায় চিনি, নবীন পান্থ,-
বনে বনে ওড়ে তোমার রঙিন বসনপ্রান্ত ।
ফাগুন প্রাতের উতলা গো, চৈত্র রাতের উদাসী,
তোমার পথে আমরা ভেসেছি ।'
ঘরছাড়া এই পাগলটাকে এমন ক'রে কে গো ডাকে করূণ গুঞ্জরি,
যখন বাজিয়ে বীণা বনের...

Nahid

Antworten

Nahid

29, Männlich

  বােগরহােটর বাঘ

Beiträge: 1614

Re: রবিনের গলি

von Nahid am 18.04.2016 10:27

বড়ো আশা ক'রে এসেছি গো, কাছে ডেকে লও,
ফিরায়ো না জননী।।
দীনহীনে কেহ চাহে না, তুমি তারে রাখিবে জানি গো।
আর আমি-যে কিছু চাহি নে, চরণতলে বসে থাকিব।
আর আমি-যে কিছু চাহি নে, জননী ব'লে শুধু ডাকিব।
তুমি না রাখিলে, গৃহ আর পাইব কোথা, কেঁদে...

Nahid

Antworten

Nahid

29, Männlich

  বােগরহােটর বাঘ

Beiträge: 1614

Re: রবিনের গলি

von Nahid am 18.04.2016 10:27

,,,,,_,,সুপ্রভাত,,,,,,,,,

 

আমাদের ছোট নদী

- রবীন্দ্রনাথ ঠাকুর
আমাদের ছোটো নদী চলে বাঁকে বাঁকে
বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে।
পার হয়ে যায় গোরু, পার হয় গাড়ি,
দুই ধার উঁচু তার, ঢালু তার পাড়ি।

Nahid

Antworten

Nahid

29, Männlich

  বােগরহােটর বাঘ

Beiträge: 1614

Re: রবিনের গলি

von Nahid am 18.04.2016 10:29

কেন যামিনী না যেতে জাগালে না, বেলা হল মরি লাজে ।
শরমে জড়িত চরণে কেমনে চলিব পথেরি মাঝে ।
আলোকপরশে মরমে মরিয়া হেরো গো শেফালি পড়িছে ঝরিয়া,
কোনোমতে আছে পরান ধরিয়া কামিনী শিথিল সাজে ॥
নিবিয়া বাঁচিল নিশার প্রদীপ উষার বাতাস লাগি,
রজনীর শশী

Nahid

Antworten

Nahid

29, Männlich

  বােগরহােটর বাঘ

Beiträge: 1614

Re: রবিনের গলি

von Nahid am 18.04.2016 10:31

মনে কী দ্বিধা রেখে গেলে চলে
সে দিন ভরা সাঁঝে,
যেতে যেতে দুয়ার হতেকী ভেবে ফিরালে মুখখানি--
কী কথা ছিল যে মনে॥
তুমি সে কি হেসে গেলে আঁখিকোণে--
আমি বসে বসে ভাবি নিয়ে কম্পিত হৃদয়খানি,
তুমি আছ দূর ভুবনে॥
আকাশে উড়িছে বকপাঁতি

Nahid

Antworten

Nahid

29, Männlich

  বােগরহােটর বাঘ

Beiträge: 1614

Re: রবিনের গলি

von Nahid am 18.04.2016 10:31

তুই ফেলে এসেছিস কারে, মন, মন রে আমার।
তাই জনম গেল, শান্তি পেলি না রে মন, মন রে আমার॥

 

যে পথ দিয়ে চলে এলি সে পথ এখন ভুলে গেলি--
কেমন করে ফিরবি তাহার দ্বারে মন, মন রে আমার॥

নদীর জলে থাকি রে কান পেতে, কাঁপে যে প্রাণ পাতার মর্মরেতে।

মনে হয় যে পাব খুঁজি ফুলের ভাষা যদি বুঝি,...

Nahid

Antworten
Erste Seite  |  «  |  1  |  2  |  3  |  »  |  Letzte

« zurück zum Forum