রবিনের গলি
Erste Seite | « | 1 ... 3 | 4 | 5 | 6 | 7 ... 8 | » | Letzte
[ Nach unten | Zum letzten Beitrag | Thema abonnieren | Neueste Beiträge zuerst ]
Re: রবিনের গলি
von Nahid am 17.04.2016 05:36অল্প বয়সে যে প্রেমে পড়ে,
কোনো কিছু চিন্তা না করে,
ভালো মন্দ বিবেচনা না করে যে অনুভুতির সৃষ্টি
হয় এবং সেই অনুভূতির কারণে সম্পর্কে
জড়ানোটাকে আবেগ ছাড়া অন্য কিছু বলা যায় না
।
তাহলে এটা বলা যায় যেঃ অল্প বয়সে
ভালোবাসাটা হল আবেগ ।
অপরদিকে, এই অল্প বয়সের সম্পর্কটা ভেঙ্গে
ব্রেকআপ নামক চলে যাওয়াটা বা কারো কাছ
থেকে মুক্তি নেয়া বা মুক্তি দেয়াটা হলো
আবেগহীন বিবেক ।...
Nahid
Re: রবিনের গলি
von Nahid am 17.04.2016 05:36ছেলেটি প্রতিদিন দূর থেকেই মেয়েটিকে দেখে। মাঝে মাঝে খুব কাছে আসে -কাছ থেকে দেখার সুযোগ ও পায় । কিন্তু আর বলা হয় না। মেয়েটির হাসি, খুশি আর সন্তুষ্টি দেখেই দূর থেকে ছেলেটা তৃপ্ত থাকে। মেয়েটাকে সে কখনো বলে নি -মেয়েটা ও বুঝে না। মাঝে মাঝের দুয়েকটা হাসি ছেলেটাকে সব বলার উৎসাহ দেয়। কিন্তু পরক্ষনের নীরবতা আবার সে উৎসাহটাকে ধ্বংস করে দেয়। মেয়েটা বড় অদ্ভুদ - অদ্ভুদ তার ভাবনা। তাকে দেখে বুঝার কোন উপায় নেই - তার মনের কথাগুলো। ছেলেটা কবি -কবিতা লিখে স্বপ্নের সেই রাজকন্যাকে নিয়ে। আবার তা ছিড়ে ভাসিয়ে দেয়...
Nahid
Re: রবিনের গলি
von Nahid am 17.04.2016 05:37গল্প : শাপলাপুকুর
-
শরিফ নামের এক লোক মেঘলাকে কি সব আবোল তাবোল মেসেজ দিয়ে বিরক্ত করছে । একটা মেসেজের আগামাথা নেই । শেষে বিরক্ত হয়ে লোকটাকে আনফ্রেন্ড করে ফেসবুক থেকে মেঘলা বের হয়ে গেলো ।
প্রায় ঘণ্টাখানেক পর মেঘলা ফেসবুকে ঢুকে লক্ষ্য করল শরিফ আবারো মেসেজ পাঠিয়েছে । মেঘলা কিছুটা শিউরে উঠলো, কারণ আনফ্রেন্ড করে দেয়াতে সে নিশ্চয়ই রাগের চোটে গালি দিয়ে মেসেজ দিয়েছে ।
একবার একটা বদমাশ ছেলেকে মেঘলা আনফ্রেন্ড করার পর ছেলেটা মেসেজ দিয়েছিলো, "আমারে আনফ্রেন্ড করে দিলি ? অসুবিধা নাই, যাহ এবার ইচ্ছামত ঘু খা...
Nahid
Re: রবিনের গলি
von Nahid am 17.04.2016 05:37বুক ফাটল কিন্তু মুখ ফাটল না
Written by:A h.Shuvo(সেই ছেলেটা)
সময়টা ২০১২ সালের প্রথমদিকে আমি
তখন নবম শ্রেণিতে পড়ি।নতুন ফেসবুক
আইডি খুলেছি তাই মেয়েদেরকেই বেশি রিকুয়েস্ট পাঠাচ্ছি। এভাবেই
আস্তে আস্তে আমার আইডির বন্ধু
বাড়তে থাকে।একসময় এমন অবস্থা
হয়েছে যে আইডির ৫০০জন ফ্রেন্ডের
মধ্যে ৪৭০-৪৮০জন মেয়ে বন্ধু।মূল ঘটনা
ঘটে ২০১২শেষের দিকে।হঠাৎ একদিন
বিকালে চাঁদের বুড়ি নামের একটা
আইডি থেকে ম্যাসেজ আসে.......
Nahid
Re: রবিনের গলি
von Nahid am 17.04.2016 05:38আজ-কালকার দিনে মানুষ বুঝা বড় দায়।
কিছু কিছু মানুষ অন্তরে বিষ রেখে মুখে
মধু ঝরায়।।
Nahid
Re: রবিনের গলি
von Nahid am 17.04.2016 05:38" জ্বর নিয়ে জোরাজুরি"
১@
মাঝেমাঝে অনেক অনুসন্ধান করেও জ্বরের সঠিক কোন কারণ খুঁজে পাওয়া যায় না। স্বাভাবিক পরীক্ষা নিরীক্ষাতেও ধরা পরে না, অথচ বেহায়ার মত জ্বর কিন্তু উপস্থিত ঠিকি থাকে, তখন মেডিকেলের ভাষায় তাকে বলে " পাইরেক্সিয়া অফ আননোন অরিজিন" যার বাংলা দাড়ায় হয়ত " অজানা কারণে জ্বর"।
।
এই সময়টায় ডাক্তার দের আসলে কিছুটা বিব্রত অবস্থায় পড়তে হয়। রোগীরাও হয় চরম বিরক্ত। কেননা এই টেস্ট সেই টেস্ট অনেক টেস্ট করানোর পড় ও রোগের আসল কারণ ধরা যায় না। এমন কি অনেক সময় একই টেস্ট বারবার করানোর প্রয়োজন হয়ে দাড়ায়।...
Nahid
Re: রবিনের গলি
von Nahid am 17.04.2016 05:39আবূ যর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লাম বলেছেন: "আল্লাহ বলেন: যে
একটি নেকি নিয়ে আসবে তার জন্য তার
দশগুণ এবং আমি আরও বেশি বৃদ্ধি করব। যে একটি পাপ নিয়ে আসবে তার বিনিময় সমান একটি পাপ অথবা আমি ক্ষমা করব। যে এক বিঘত আমার নিকটবর্তী হবে আমি একহাত তার নিকটবর্তী হব। যে এক হাত আমার নিকটবর্তী হবে আমি তার এক বাহু
নিকটবর্তী হব। যে আমার নিকট হেঁটে
আসবে আমি তার নিকট দ্রুত যাব। যে
দুনিয়া ভর্তি পাপসহ আমার সাথে সাক্ষাত করে, আমার সাথে কাউকে শরিক না করে, আমি তার সাথে অনুরূপ...
Nahid
Re: রবিনের গলি
von Nahid am 17.04.2016 05:39মানুষ কারো প্রেমে পরলে তাকেই সর্বগুণে গুণান্বিত ভাবতে শুরু করে
Nahid
Re: রবিনের গলি
von Nahid am 17.04.2016 05:40আগ্রহ থাকা ভাল, এতে অনেক কিছু আয়ত্ত করা যায়|
যে ব্যক্তির আগ্রহ কম তার জ্ঞান থাকে সীমিত|
______পি.এইচ.রুপক
Nahid
Re: রবিনের গলি
von Nahid am 17.04.2016 05:40সুখী হতে অনেক কিছুর দরকার নেই,
দরকার এমন কিছু মানুষের যারা
সত্যিই আপনাকে
বোঝে !!
.
__হিমু
Nahid