রবিনের গলি
Erste Seite | « | 1 | 2 | 3 | 4 | 5 | 6 ... 8 | » | Letzte
[ Nach unten | Zum letzten Beitrag | Thema abonnieren | Neueste Beiträge zuerst ]
Re: রবিনের গলি
von Nahid am 17.04.2016 05:29সৌন্দর্য
লেখা: আশীষ [still targeter ashis]
.
পৃথিবীতে প্রতেক মানুষই সৌন্দর্যকে,সুন্দরকে,হ্যান্ডসাম এবং বড়লোক কে বেশিই পছন্দ করে আর প্রায় প্রতেক মানুষই এই সবের পিছু ছোটো
.
খেয়াল করুন
১লা বৈশাখ,ভাষা দিবস,সেমিনার,অনুষ্ঠান সব ক্ষেত্রে রূপবান ও বড়লোকদেরকে বেশিই প্রাধান্য দেওয়া হয় আর যারা দেখতে ভাল না তারা সব সময় একটু পিছিয়ে থাকে ঔসব কর্মকান্ডে
.
আজকাল ফ্যাশন,বিজ্ঞাপনে দেখিনি কোনো কালো বা দেখতে খারাপ মেয়েদের বা ছেলেদের আবার আমরাই বলি রূপ চেহারা দিয়ে কি হবে যদি ভাল মন না থাকে
.
একটা শিক্ষিত চেহারা...
Nahid
Re: রবিনের গলি
von Nahid am 17.04.2016 05:29পিতা মাতা ও সন্তান
.
"জান্নাতে একজন ব্যক্তির স্তর উন্নীত
করা হলে সে প্রশ্ন করবে এই মর্যাদা
কিভাবে অর্জিত হল? বলা হবে: তোমার
সন্তান তোমার জন্য ইসতিগফার করার
কারণে।"
Nahid
Re: রবিনের গলি
von Nahid am 17.04.2016 05:30লেখা : Enrique Likhon [Adil Khan]
আপনার প্রেম নিয়ে কিছু কথা ।।।
খুব অল্পতে আমরা দুজনের মাঝে দুরত্ব সৃষ্টি করে ফেলি যেটা মোটে ও ভালো দিক বয়ে আনবে না একটি সম্পর্কে ।
আমরা একে অপরকে ভালো রাখতে গিয়ে তাকে আরো অনেকটা কষ্ট দিয়ে ফেলি নিজের অজান্তেই ।
আপনি আজ হয়ত ভাবছেন আপনার জন্য হয়ত আপনার কাছের কেও খুব কষ্ট পাচ্ছে কিন্তু , আপনি হয়ত জানেন না আপনার কাছের মানুষটির কাছে এটা কষ্ট না । কষ্ট পাচ্ছে আপনার কাছের মানুষটি আপনার অবহেলার জন্য ।একটু ভেবে দেখুন তো আপনার কি আপনার কাছের সেই মানুষটিকে ছেড়ে থাকতে কষ্ট.
Nahid
Re: রবিনের গলি
von Nahid am 17.04.2016 05:32স্বপ্ন চোরদের থেকে সাবধান থাকুন !
-Abdur Rob Sharif
.
পাবলো পিকাসো'র একটি জাদুঘরের স্বপ্ন দেখতেন তাই বলেছিলেন, "আমাকে একটি জাদুঘর দিয়েই দেখ ,
একে পূর্ণ করার দায়িত্ব আমার"
.
দ্য ব্লু রুম তার বিখ্যাত চিত্রকর্মের ভিতরে গবেষকরা আরেকটি চিত্রকর্ম খুজে পেয়েছেন, কারন স্কেচ কিনার টাকা ছিল না বলে, একটা চিত্রের উপর আরেকটা চিত্র এঁকেছিলেন,
.
অর্ধশত বছর পেরিয়ে গেলে ১৯৬৬ সালে পিকাসোর সম্মানে আন্টিবের মেয়র জাদুঘরের নতুন নাম দেন পিকাসো মিউজিয়াম,
.
দ্য ব্লু রুম, পালোমা, গোয়ার্নিকা ইত্যাদি পুরো পৃথিবী জুডে.
Nahid
Re: রবিনের গলি
von Nahid am 17.04.2016 05:33====গল্পের নাম অবহেলা ====
===লেখা Nobin chowdhury===
______________________________
কাউকে অবহেলা করা ঠিক না।
আজ আপনি অন্য কাউকে অবহেলা করছেন তো।
ঠিক এমন একদিন অন্য কেউ আপনাকে অবহেলা করবে এটাই সাভাবিক।
(শামীম) কেমন আছ জান্নাত?
জি ভালো!
কি কর?
কিছু না।
দুপুরে খাইছো?
হুমমম!...
Nahid
Re: রবিনের গলি
von Nahid am 17.04.2016 05:34______একটি প্রেম অতঃপর_______
____
মেয়েটিকে প্রতিদিন একই সময়ে একই রাস্তা দিয়ে হেটেঁ যেতে দেখছে তারেক।
মেয়েটি সম্ভবত তাদের এলাকায় নতুন এসেছে।
মেয়েটিকে দেখে তারেকের খুব ভাল লাগে।
একদিন মেয়েটির পিছু নেয় তারেক এবং দেখল
ইমদাদ এর বাসায় ভাড়া থাকে।
এরপর দিন বিকালে তারেক ইমদাদকে কল করে মাঠে আসতে বলল বলল ।
কিরে কি মনে করে আমাকে কল করলি (ইমদাদ)
অহ বলাই হয়নি ইমদাদ আর তারেক একই সাথে একই ক্লাসে পড়ত যদিও তারা একে অপরের সাথে
তেমন কথাবার্তা বলে না।
তকে কল করে এনেছি একটি কথা বলার জন্য (মুরাদ)...
Nahid
Re: রবিনের গলি
von Nahid am 17.04.2016 05:34অচেনা জলপরি
সাখাওয়াত হোসেন সৌখিন
Red Dot
তকির সবে মাত্র সম্মান দ্বিতীয় বর্ষে পড়ে। প্রতিদিন একই রাস্তা দিয়ে একই সময়ে ভার্সিটিতে যায়। হঠাৎ করে একদিন একটা বাসার দ্বিতীয় তলায় তার চোখ যায়। দেখে একটা অপরূপ চেহারার মেয়ে বই পড়তেছে। মেয়েটা এতো সুন্দর যে চোখ নামানো যায় না। মনে হচ্ছে মানুষ না,জলপরি। মানুষকে আল্লাহ এতো সুন্দর করে বানাতে পারে তার জানা ছিল না। মেয়েটা এক মনে বই পড়ে কোথাও তাকায় না। বারান্দায় বসে প্রতিদিন মেয়েটা বই পড়ে। প্রতিদিন ভার্সিটিতে যাওয়ার সময় মেয়েটিকে দেখে বই পড়তে। তকির ভাবে,পড়া ছাড়া হয়ত..
Nahid
Re: রবিনের গলি
von Nahid am 17.04.2016 05:35→→অত:পর একটি ভালবাসার
সমাপ্তি←←
.
লিখা→→Md Marufur Rahman,,
________{দুঃখ নিবাসী}_______
.
মিলি :- হেল্লো সিফাত!!
সিফাত :- বলো শুনছি,,
মিলি:- আজ আমার পরিক্ষার রেজাল্ট
দেবে,,
আমি চাই আমার রেজাল্ট সবার আগে
তুমি জানবে...
Nahid
Re: রবিনের গলি
von Nahid am 17.04.2016 05:35শুধুই তোমাকে ভালবাসা
.
.
ছোট একটা পরিবারের মেয়ে শ্রেয়া। বাবা মা শ্রেয়া
আর তার ছোট বোন ছোয়া। বাবা সল্প বেতনের
চাকুরিজীবী, মা গৃহিনী। মোটামুটি স্বচছল পরিবার
শ্রেয়ার।
সাধারনত এই ধরনের পরিবার গুলো খুব সুখি হয় বলে
শুনেছিল শ্রেয়া। কিন্তু তার জীবনে যেন সমস্ত টাই
উল্টো।
.
বন্ধুরা যখন গল্প করে তাদের পরিবার, বাবা কে নিয়ে...
Nahid
Re: রবিনের গলি
von Nahid am 17.04.2016 05:36"গল্প: স্মৃতিচারণ"
,
উৎসর্গঃ সাদিয়া আফরিন (অগ্নিবিন্দু)
,
আজ এতদিন পর তোমার প্রতি আমার অনুভূতি এতটুকুও কমে নি । সেদিনের কথা আমার আজো মনে আছে তুমি কিছু না জানিয়ে অনেক দূরে পাড়ি দিলে !
আমি তো আমার সবটা হৃদয় দিয়ে অনুভব করতাম । তাহলে কেনো তুমি আমাকে একটি বার বলে গেলে না যে, আমাদের একসাথে থাকা সম্ভব নয় ।
,
আমি অনেকবার তুমাকে খুজার চেষ্টা করেছি। তোমাকে কিনে দেয়া ঐ গ্রামীণ সীমটিতে এখনও আমি কল দিই, অনেক রাত ! রাতের ঐ সময়ে, যে সময়টাতে এক সময় তুমি আর আমি জীবন সাজানোর স্বপ্ন দেখতাম । তুমি আমাকে অনেক কিছু...
Nahid