ভালোবাসার, কবিতা

Erste Seite  |  «  |  1  |  2 [ Nach unten  |  Zum letzten Beitrag  |  Thema abonnieren  |  Neueste Beiträge zuerst ]


Nahid

29, Männlich

  বােগরহােটর বাঘ

Beiträge: 1614

Re: ভালোবাসার, কবিতা

von Nahid am 11.04.2016 01:00

তোমরা কি শুনবে কেউ আমার কিছু কথা ? আমার ভাল-মন্দ লাগা কিংবা দুঃখ ব্যথা ? মাঝে মাঝে নিজেকে লাগে বড় একা, মনের মত বন্ধুর দেখা পাবো আমি কোথা ?

 

চুপচাপ বসে থাকি কিছুই লাগে না ভাল, অবচেতন মন বলে ওঠে, কিছু একটা কর । কিন্তু কি করবো আমি পাই না কোন কাজ, কখন যে পার হয় সকাল-দুপুর-সাঁঝ !

একা একা কোন কিছুতেই সময় আর না কাটে, ইশ একটা কাজ এখন যদি থাকতো আমার হাতে ! ভাল কিছু যখন আর করার না থাকে, উদ্ভট কিছু চিন্তা ভাবনা মাথায় চলে আসে ।

সেইসব চিন্তা ভাবনার আগা মাথা নাই, চিন্তার সাগরে কখনো ডুবে হাবুডুবু খাই ! মাঝে মাঝে বিরক্ত হয়ে বই নিয়ে বসি, কি আর পড়বো ? এখন তো লাগছে সবই বাসি ।

কখনো কখনো মনে হয় কিছু একটা লেখি, কখনো বা জানালা দিয়ে দূরে তাকায়ে দেখি । চোখের দৃষ্টি মাঝে মাঝে সুদূরে হারিয়ে যায়, মনের গভীর কল্পনা ছেড়ে অনন্ত নীলিমায় । কখনো আমি বন্ধুর কাছে লিখতে বসি চিঠি, উত্তরের প্রতিক্ষায় থাকে আমার নয়ন দিঠি ।

Nahid

Antworten

Nahid

29, Männlich

  বােগরহােটর বাঘ

Beiträge: 1614

Re: ভালোবাসার, কবিতা

von Nahid am 11.04.2016 01:01

চোখ নেই বলে দেখতে পাইনি হীরা চুনী আর পান্না
কান নেই বলে শুনতে পাইনি মানুষ-পাখির কান্না ।

 

নাক নেই বলে গন্ধ পাইনি বকুল-শেফালি ফুলের,
ত্বক নেই বলে স্পর্শ পাইনি নারীর নরোম চুলের ।

জিভ নেই বলে বুঝতে পারিনি, আমৃত স্বাদ কিনা--,
বুক নেই বলে বইতে পারিনি মানুষের দেয়া ঘৃণা ।

হাত নেই বলে তোমার শিকল পরতে পারিনি হাতে,
পদহীন বলে পথের পাথেয় হারিয়েছি বেদনাতে ।

মন আছে বলে মনের শিকল বনের পাখির পায়ে
পরায়ে পরায়ে কেটেছে জীবন, ঠেকেছি প্রেমের দায়ে ।

Nahid

Antworten

Nahid

29, Männlich

  বােগরহােটর বাঘ

Beiträge: 1614

Re: ভালোবাসার, কবিতা

von Nahid am 11.04.2016 01:02

তোমার নামেই উড়িয়ে দিলাম--
নীলচে মেঘের দল,
আমার অবাধ্য মনের আস্কারাতে--
নামলো প্রেমের ঢল...
-
তোমার আকাশ নীলে মনের ভুলে
উড়াই সুখের ঘুড়ি,
তুমি স্বপের মাঝে সত্যি আমার--
ভালোবাসার নীল পরী।

Nahid

Antworten

Nahid

29, Männlich

  বােগরহােটর বাঘ

Beiträge: 1614

Re: ভালোবাসার, কবিতা

von Nahid am 11.04.2016 01:04

ভালোবাসা মানে বিক্ষিপ্ত আঁধারে
ধোঁয়া ছাড়ার প্রতিশ্রুতি জ্বলন্ত ,
আগুনের শেষ প্রান্তে অসহায় লুটোপুটি ।
ভালোবাসা মানে অমানিশার ঘোরে, ঝাপসা চোখে শুকিয়ে যাওয়া স্বপ্ন শিশির বিন্দু !
ভালোবাসা মানে শুন্য বুকে সাজানো শশ্মান চিতা ছাই,
হয়ে যাওয়া স্বপ্নগুলো হাঁতড়ে খুঁজে ফেরা ।
ভালোবাসা মানে থমকে যাওয়া ,
হঠাৎ দমকা হাওয়া হিমাঙ্কের নিচে উষ্ণতার খোঁজে উদোম গায়ে হাঁটা ।
ভালোবাসা মানে ভদকার নেশা, সোঁয়া পয়সায় আস্থা রাখা বদ্ধ ঘরে হাওয়া,
বদলের আবেগহীন দুরন্ত তাড়া ।

Nahid

Antworten

Nahid

29, Männlich

  বােগরহােটর বাঘ

Beiträge: 1614

Re: ভালোবাসার, কবিতা

von Nahid am 11.04.2016 01:05

আজি ঝড়ের রাতে তোমার অভিসার,
পরানসখা বন্ধু হে আমার।
আকাশ কাঁদে হতাশ-সম,
নাই যে ঘুম নয়নে মম,
দুয়ার খুলি হে প্রিয়তম,
চাই যে বারে বার।
পরানসখা বন্ধু হে আমার।

 

বাহিরে কিছু দেখিতে নাহি পাই,
তোমার পথ কোথায় ভাবি তাই।
সুদূর কোন্‌ নদীর পারে,
গহন কোন্‌ অন্ধকারে
হতেছ তুমি পার।
পরানসখা বন্ধু হে আমা

Nahid

Antworten
Erste Seite  |  «  |  1  |  2

« zurück zum Forum