হ্যারমার ঠোডা
[ Nach unten | Zum letzten Beitrag | Thema abonnieren | Neueste Beiträge zuerst ]
হ্যারমার ঠোডা
von sohel am 17.05.2015 04:04Re: হ্যারমার ঠোডা
von Nahid am 16.04.2016 05:43সে
জীবনানন্দ দাস
আমাকে সে নিয়েছিলো ডেকে;
বলেছিলোঃ 'এ নদীর জল
তোমার চোখের মত ম্লান বেতফল;
সব ক্লান্তি রক্তের থেকে
স্নিগ্ধ রাখছে পটভূমি;
এই নদী তুমি।'
'এর নাম ধানসিঁড়ি বুঝি?'
মাছরাঙাদের বললাম; ...
Nahid
Re: হ্যারমার ঠোডা
von Nahid am 16.04.2016 05:44১। যে মেয়ে মোবাইলে খুব সুন্দর করে
গুছিয়ে কথা বলতে পারে, আসল সেই
মেয়ের গায়ের রং কালো হয় । . . ২।
যে মেয়ের নাক ঘামে, স্বামীর জন্য
সেই মেয়ের ভালোবাসা থাকে
অনেক বেশী। তাদের সংসার হয়
সুখের। . . ৩। যে মেয়ের চুল লম্বা হয়,
সেই মেয়ে অহংকারী হয়। . . ৪। যে
মেয়ে হাসি দেওয়ার সময় গালে
ঢোল পড়ে, সেই মেয়ের লজ্জা
বেশী। . . ৫। যে মেয়ে কথা বলার সময়
কপালে ভাজ পড়ে, সেই মেয়ের...
Nahid
Re: হ্যারমার ঠোডা
von Nahid am 16.04.2016 05:45অনেক ছিল বলার
কাজি নজরুল ইসলাম
অনেক ছিল বলার, যদি সেদিন ভালোবাসতে।
পথ ছিল গো চলার, যদি দু'দিন আগে আসতে।
আজকে মহাসাগর-স্রোতে
চলেছি দূর পারের পথে
ঝরা পাতা হারায় যথা সেই আঁধারে ভাসতে।
গহন রাতি ডাকে আমায় এলে তুমি আজকে।
কাঁদিয়ে গেলে হায় গো আমার বিদায় বেলার সাঁঝকে।
আসতে যদি হে অতিথি
ছিল যখন শুকা তিথি
ফুটত চাঁপা, সেদিন যদি চৈতালী চাঁদ হাসতে।
Nahid
Re: হ্যারমার ঠোডা
von Nahid am 16.04.2016 05:45ছুটি হলে রোজ ভাসাই জলে
কাগজ-নৌকাখানি।
লিখে রাখি তাতে আপনার নাম,
লিখি আমাদের বাড়ি কোন গ্রাম
বড়ো বড়ো ক'রে মোটা অক্ষরে
যতনে লাইন টানি।
যদি সে নৌকা আর-কোনো দেশে
আর-কারো হাতে পড়ে গিয়ে শেষে
আমার লিখন পড়িয়া তখন
বুঝিবে সে অনুমানি
কার কাছ হতে ভেসে এল স্রোতে
কাগজ-নৌকাখানি ।।
Nahid
Re: হ্যারমার ঠোডা
von Nahid am 16.04.2016 05:46তোমরা কি শুনবে কেউ আমার কিছু কথা?
আমার ভাল-মন্দ লাগা কিংবা দুঃখ ব্যথা?
মাঝে মাঝে নিজেকে লাগে বড় একা,
মনের মত বন্ধুর দেখা পাবো আমি কোথা?
চুপচাপ বসে থাকি কিছুই লাগে না ভাল,
অবচেতন মন বলে ওঠে,কিছু একটা কর।
কিন্তু কি করবো আমি পাই না কোন কাজ,
কখন যে পার হয় সকাল-দুপুর-সাঁঝ!
একা একা কোন কিছুতেই সময় আর না
কাটে,
ইশ একটা কাজ এখন যদি থাকতো আমার
হাতে!...
Nahid