রবিনের গলি
Erste Seite | « | 1 ... 5 | 6 | 7 | 8
[ Nach unten | Zum letzten Beitrag | Thema abonnieren | Neueste Beiträge zuerst ]
Re: রবিনের গলি
von Nahid am 17.04.2016 05:50" জ্বর নিয়ে জোরাজুরি"
১@
মাঝেমাঝে অনেক অনুসন্ধান করেও জ্বরের
সঠিক কোন কারণ খুঁজে পাওয়া যায় না। স্বাভাবিক
পরীক্ষা নিরীক্ষাতেও ধরা পরে না, অথচ বেহায়ার
মত জ্বর কিন্তু উপস্থিত ঠিকি থাকে, তখন
মেডিকেলের ভাষায় তাকে বলে " পাইরেক্সিয়া
অফ আননোন অরিজিন" যার বাংলা দাড়ায় হয়ত " অজানা
কারণে জ্বর"।
।
এই সময়টায় ডাক্তার দের আসলে কিছুটা বিব্রত
Nahid
Re: রবিনের গলি
von Nahid am 17.04.2016 05:51অদ্ভুত হলেও কিন্তু চিরন্তনী সত্যি হলো..
নিস্শব্দ পৃথিবীতে জন্মের পর অন্যের হাতে প্রথমে গরম জলে গোসল করিয়ে দেওয়া হয়
আবার মৃত্যুর পরেও অন্য কেউ গরম জলে গোসল করিয়ে দেয় ....
.
অন্যদিকে জীবন সংগ্রামেও আপনি লক্ষ্য করে দেখবেন,
কারো না কারো মাধ্যম দিয়ে এগিয়ে যাচ্ছেন...
.
অথচ আমরা ভুলে যাই আমাদের আসলে সঠিক গন্তব্য কি???
কোথায় আমাদের আপন নীড় ?
কোথায় আমাদের জীবনের শেষ ফসল?
Nahid
Re: রবিনের গলি
von Nahid am 17.04.2016 05:51একটি কালবোশেখির গল্প-
'
'
টিক,টিক,টিক,টিক,
ঘড়ির কাঁটা এখন প্রায় রাত বারোটার কাছাকাছি। প্রতিদিনের মতো নিম্মি আর সাইফ ফোনে কথা বলছে।
কাল পহেলা বৈশাখ,তাই পহেলা বৈশাখকে ঘিরে তাদের সাজানো পরিকল্পনা গুলোকে আবার নতুন করে সাজিয়ে নিচ্ছে দু'জনে। কথা শেষ হলো; কিন্তু সাইফের চোখে ঘুম আসছে না। অনেক বড় চিন্তায় পড়েছে সে- কাছে টাকা নেই।
'
সাইফের বাবা বিদেশে থাকেন, সেখানে আরেকটি বিয়ে করে সংসার করছেন। বলতে গেলে বাড়িতে তেমন টাকা-পয়সা পাঠান না সাইফের বাবা; যা পাঠান তাতে ঋণ-দেনা পরিশোধ আর সংসারে খরচ-পাতি করে অকুলান...
Nahid
Re: রবিনের গলি
von Nahid am 17.04.2016 05:51একটি মহাকাব্যের পরিসমাপ্তি ও প্রাসঙ্গিক কথা ।"
.
Written by :Ahanaf Arefin Zarif
.
.
মানুষের জীবনে কিছু কিছু মুহুর্ত আসে যখন জীবনটাকে ভাসমান তুলোর মতো মনে হয় ,যার কোন দাম নেই ।মনে হয় যেন হাওয়ার তালে ভাসতে ভাসতে চলে যাবে কোন এক অজানা প্রান্তরে ।সেখানে একাকী জীবন সাজাবে সবার চোখের আড়াল হয়ে ।চারপাশের মানুষ গুলোর অবহেলা ,তুচ্ছ তাচ্ছিল্য কেন জানি তখন অসহ্য হয়ে পড়ে ।বুকের ভিতরে সব দুঃখ গুলোকে বরফ বানিয়ে জমিয়ে রেখেছিল ।সেই বরফ হঠাত্ ই গলতে শুরু করে ।শুধু যে গলে তা না ।এর স্রোতধারা প্লাবনের সৃষ্টি করে..
Nahid
Re: রবিনের গলি
von Nahid am 17.04.2016 05:52- ভালো ছেলেরা মেয়েদের ভালোবাসা পায় না।
অার বখাটে ছেলেদের জন্য মেয়েদের ভালোবাসার অভাব হয় না
---
লেখক :- Muhammad javed
---
ভালো ছেলেরা বঞ্জিত হয় ভালোবাসা থেকে, যাদের মনে তাকে না কোন ছলনার মায়াজাল । যারা ভালোবাসাকে. ভালোবাসতে জানে।
কিন্তু মেয়েরা এমন ছেলেদের পছন্দ করে না, তাদের কে ভালোবাসে না।
---
অার নোংরা বখাটে ছেলে যাদের মনে তাকে ছলনার মায়াজাল । যাদের কাছে ভালোবাসা মানে ইনজয় অার টাইম পাস করা। এমন ছেলেদের কে মেয়েরা পছন্দ করে। ওদের কে ভালোবাসে।
---
প্রমান চান তাহলে নিছের লেখাটা মন দিয়ে
পড়বেন, এটা...
Nahid