রবিনের গলি
First Page | « | 1 ... 5 | 6 | 7 | 8 | 9 ... 19 | » | Last
[ Go to bottom | Go to latest post | Subscribe to this topic | Latest posts first ]
Re: রবিনের গলি
from Nahid on 04/19/2016 09:52 AMহৃদয়হীন মানুষের
জন্য কেঁদো না...........
সে তোমার
দিকে কখনো
ফিরেও তাকাবে না!!!
হৃদয়বান মানুষের
জন্যে কাঁদো.......... ..
দেখবে এক ফোটা জল
পরার আগেই
তোমায়
বুকে টেনে নিবে..........
Nahid
Re: রবিনের গলি
from Nahid on 04/19/2016 09:56 AM"আমি তোমাদের ভালোবাসায় না গিয়ে যুদ্ধ করার পরামর্শ দিচ্ছি কারন যুদ্ধে তুমি হয় বাঁচবে না হয় মরবে, কিন্তু ভালোবাসায় না পারবে বাঁচতে না পারবে মরতে।"
------ হিটলার
Nahid
Re: রবিনের গলি
from Nahid on 04/19/2016 09:57 AMবৃষ্টিতে ভিজবো বলে
কতদিন অপেক্ষা করেছি...
মাঝে মাঝে কল্পনার
রং দিয়ে বৃষ্টিস্নাত
সন্ধ্যা একে ভিজে নিতাম
যতটুকু ভিজলে কষ্টরা দূরে
চলে যেত ততটুকু !!...
এখন প্রতিদিনই বৃষ্টিতে ভিজি,
কল্পনার বৃষ্টি নয় অশ্রুর বৃষ্টি
যে বৃষ্টিতে কোন কৃত্রিমতা
নেই...
আছে দুঃস্বপ্নের স্মৃতি গুলো
Nahid
Re: রবিনের গলি
from Nahid on 04/19/2016 09:57 AMহায় প্রেম হায় ভালবাসা।
_________ --------____________
হাসি মুখে বিকেলবেলা ঘর
থেকে বের হইছিলাম,,ফিরলাম
এক সাগর লোনাজল চোখে নিয়ে।
জীবনে কখনো এমন কষ্টের দৃশ্য
দেখিনাই।আজ দেখলাম।
ভালবাসার জন্য একটা মেয়ে এতো
কিছু করতে পারে? ট্রেনের নিচে ঝাপ
দিয়ে শেষ করে দিল নিজেকে।
খুব খারাপ লাগতেছে।
জীবনে এমন কাজ
কেউ ভুলেও করনা।
Nahid
Re: রবিনের গলি
from Nahid on 04/19/2016 09:58 AMকাউকে নিজের চেয়ে বেশি
ভালবাসতে যেও না,
কারন.......
ভালবাসা এমন একটা জিনিস
যা বেশি পেলে অবহেলা করে..
কেননা ভালবাসার মর্যাদা সকলে
দিতে জানে না...!!
Nahid
Re: রবিনের গলি
from Nahid on 04/19/2016 09:58 AM__"একটা মেয়ের যখন ব্রেকআপ হয়,
তখন অন্য একটা ছেলের ভাগ্য খুলে
যায়
।
.
.
.___"কিন্তু যখন একটা ছেলের ব্রেকআপ
হয়,
তখন রহিম চাচার সিগারেট এর
দোকানে আরেকটা
কাস্টমার বেড়ে যায়।
Nahid
Re: রবিনের গলি
from Nahid on 04/19/2016 09:59 AMআমি জানতাম না যে,
তুমি তোমার পৃথিবী থেকে
আমাকে এই ভাবে ছুড়ে ফেলে
দিয়ে,
,,,,,,,,,,, খুব একা করে দেবে আমায়,।
একদিন কথা দিয়েছিলে,
আমাকে ছেড়ে কখনো হারিয়ে
যাবেনা,
,,,,,,, সারা জীবন আমার পাশে থাকবে,।
আজ মনে হচছে
,,,,,,,,,,,, সবই তোমার অভিনয় ছিল,।
যদি তা না হয়, তবে কেনো তুমি...
Nahid
Re: রবিনের গলি
from Nahid on 04/19/2016 10:00 AMকারো মন ভাঙ্গলেও,
বিশ্বাস ভাঙ্গতে নেই ।
কারন, মানুষের মন ভাঙ্গার পরও তার
বিশ্বাসের কোনো পরিবর্তন হয় না।
সে তখনও বিশ্বাস করে যে,
তার ভালোবাসার মানুষটি হাজারও
ভুল করে আবারও তার কাছে ফিরে
আসবে ।
আর বিশ্বাস ভাঙ্গলে,
বিশ্বাসের সাথে সাথে মন টাও...
Nahid
Re: রবিনের গলি
from Nahid on 04/19/2016 10:03 AMআজকাল আমাদের ভালোবাসা গুলো অনেকটা,
.
শিকড় থেকে উপরে ফেলে গাছকে,
বা জল থেকে ডাঙ্গায় তুলে মাছকে ভালোবাসার
মতন হয়ে গেছে!!
.
সবটাই কেমন যেনো কৃত্রিমতায় ভরা।
.
সব থেকে বড় কথা, নিজে সেক্রিফাইস করতে
নয়, বরং প্রিয় মানুষটাকে ভালোবাসার দাবিতে চুরান্ত
সেক্রিফাইসটা করিয়ে নেয়াই হচ্ছে আজ কালের
ভালোবাসা!!...
Nahid
Re: রবিনের গলি
from Nahid on 04/19/2016 10:04 AMখুব মিষ্টি কাপল হয় তারা,
যারা ঝগড়া করে,
আর কথায় কথায় বলেঃ "আমি আর কথা বলবো না ।" unsure emoticon
.
কিন্তু , কথা না বলে এক মুহূর্তও থাকতে পারে না । heart emoticon
Nahid