রবিনের গলি
First Page | « | 1 ... 10 | 11 | 12 | 13 | 14 ... 19 | » | Last
[ Go to bottom | Go to latest post | Subscribe to this topic | Latest posts first ]
Re: রবিনের গলি
from Nahid on 04/19/2016 10:22 AMপৃথিবীতে প্রত্যেকটি মানুষের কাছে জীবনের অর্থ আলাদা। আমার জীবনের অর্থ যেমন সময়ের সাথে পাল্লা দিয়ে বদলায়, তেমনি আমার মনে হয় প্রত্যেকটি মানুষ তার জীবনকে ভিন্ন সময়ে ভিন্ন অর্থে খুঁজে পায়। কোন কোন মানুষের জন্য এই সুন্দর পৃথিবীতে বেঁচে থাকার নামই জীবন। আবার কেউ কেউ শুধু বাঁচাটাকে জীবনের অর্থ মনে করে না, তারা জীবনে সুখ খুঁজে পাওয়াটাকে মনে করে জীবন।
Nahid
Re: রবিনের গলি
from Nahid on 04/19/2016 10:23 AMভালোবাসা মানে দুজনের পাগলামি, পরস্পরকে হৃদয়ের কাছে টানা, ভালোবাসা মানে জীবনের ঝুঁকি নেয়া, বিরহ বালুতে খালিপায়ে হাঁটাহাঁটি, ভালোবাসা মানে একে অপরের প্রতি খুব করে ঝুঁকে থাকা, ভালোবাসা মানে ব্যাপক বৃষ্টি, বৃষ্টির একটানা ভিতরে বাহিরে দুজনের হেঁটে যাওয়া, ভালোবাসা মানে ঠাণ্ডা কফির পেয়ালা সামনে অবিরল...
Nahid
Re: রবিনের গলি
from Nahid on 04/19/2016 10:23 AMভালবাসার অর্থ হল বিশ্বাস।
আর বিশ্বাস এর উপর ভিত্তি করেই
অনেকে ভালবাসার পবিত্র
বন্ধনে জড়ায় . .
একে অপরকে মনে প্রানে ভালোবাসে
এবং দুজন-
দুজনের কাছাকাছি আসে!
এটা আবেগের কথা নয়।
বরং এটি হলো হৃদয়ের চিৎকার . . .।
যা হয়তো সবাই শুনতে পায় না,,...
Nahid
Re: রবিনের গলি
from Nahid on 04/19/2016 10:24 AMমাগো-----
দু'চোখে ঘুম আসে না।
কোন কাজে মন বসে না।
পেট ভরে খেতে পারি না।
রুগ্ন দেহ নিয়ে হাটতে পারি না।
এসব কথা দেশে বলা যাবে না।
বলবে দেশে যাবার টালবাহানা।
থাকব প্রবাসে দেশে যাব না।
মনের মধ্য হাজারো বেদনা।
কেউ শুনে না কেউ শুনবে ও না
Nahid
Re: রবিনের গলি
from Nahid on 04/19/2016 10:24 AMযেদিন হবে দেখা,
. . .মন ভরে সাজিস।
. . . . .মায়াভরা ঐ দুচোখে,
. .. . . . .একটু কাজল আঁকিস।
যেদিন হবে দেখা,
. . ..নীল শাড়ি পড়িস।
. . . . .ছোট্ট এক লাল টিপ,
. . . . . . . . .কপালেতে দিস।
যেদিন হবে দেখা,
. . . .সময়মতো আসিস।
Nahid
Re: রবিনের গলি
from Nahid on 04/19/2016 10:25 AMহয়তো তুমি আমার থেকে অনেক দূরে,,,,
তবে মন থেকে নয়,,,,
হয়তো মুখে বলি ভালবাসি না,,,
কিন্তু অন্তর দিয়ে নয়,,,,,
হয়তো অভিনয় করি তোমায়
ভুলে গেছি,,,,
কিন্তু আসলে তা নয়,,,,
অনেক ভালবাসি তোমায়,,,
অনেক মিস করি তোমায়,,,
প্রতিটি মুহূর্তে খুজে ফিরি তোমায়,,,,
Nahid
Re: রবিনের গলি
from Nahid on 04/19/2016 10:26 AMতুমি কি ভাবছো?
-আমি তোমাকে ভুলে গেছি?
-না,আমি আজও তোমায় ভুলি নি....
ভুলবো তো আমি সেদিন,যেদিন সাগরে জল থাকবে না,আকাশে সূর্য উঠবে না....ভুলবো তো আমি সেদিন.....যেদিন এ দেহে প্রাণ থাকবে না....
Nahid
Re: রবিনের গলি
from Nahid on 04/19/2016 10:26 AMযে ভালোবাসা হঠাৎ করে হয়,
সে ভালোবাসা হঠাৎ করেই ভেঙ্গে যায় ।
তাই কাউকে ভালো লাগলে একটু সময় নেয়া উচিৎ,
কারন, অপরিণত ভালোবাসা যা দেয়,
তার থেকে বেশি কেড়ে নেয় ।
Nahid
Re: রবিনের গলি
from Nahid on 04/19/2016 10:26 AMএকটুকু ছোঁওয়া লাগে, একটুকু কথা শুনি--
তাই দিয়ে মনে মনে রচি মম ফাল্গুনী।
কিছু পলাশের নেশা, কিছু বা চাঁপায় মেশা,
তাই দিয়ে সুরে সুরে রঙে রসে জাল বুনি॥
Nahid
Re: রবিনের গলি
from Nahid on 04/19/2016 10:27 AMযে ব্যক্তি আমার উপর একবার দুরূদ
পাঠ করবে, আমি তাঁর
উপর দশবার রহমত বর্ষণ করব।"
___বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ)
Nahid