Quantahouse( মনের বািড়)
1 | 2 | 3 | 4 | » | Last
[ Go to bottom | Go to latest post | Subscribe to this topic | Latest posts first ]
Quantahouse( মনের বািড়)
from sohel on 05/28/2015 02:25 PMRe: Quantahouse( মনের বািড়)
from Nahid on 04/19/2016 01:39 PMআমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।
Nahid
Re: Quantahouse( মনের বািড়)
from Nahid on 04/19/2016 01:40 PMআমার এ গান
কোনোদিন শুনবে না তুমি এসে-
আজ রাত্রে আমার আহবান
ভেসে যাবে পথের বাতাসে-
তবুও হৃদয়ে গান আসে!
Nahid
Re: Quantahouse( মনের বািড়)
from Nahid on 04/19/2016 01:40 PMসেই শৈশবের থেকে এ-সব আকাশ মাঠ রৌদ্র দেখেছি;
এই সব নক্ষত্র দেখেছি।
বিস্ময়ের চোখে চেয়ে কতবার দেখা গেছে মানুষের বাড়ি
রোদের ভিতরে যেন সমুদ্রের পারে পাখিদের
বিষণ্ণ শক্তির মতো আয়োজনে নির্মিত হতেছে;
কোলাহলে-কেমন নিশীথ উৎসবে গ'ড়ে ওঠে।
একদিন শূন্যতায় স্তব্ধতায় ফিরে দেখি তারা
কেউ আর নেই।
Nahid
Re: Quantahouse( মনের বািড়)
from Nahid on 04/19/2016 01:40 PMসে এসেছে — আকাশের শেষ আলো পশ্চিমের মেঘে
সন্ধ্যার গহ্বর খুঁজে পালায়েছে! — রক্তে রক্তে লাল
হয়ে গেছে বুক তার আহত চিতার মতো বেগে
পালায়ে গিয়েছে রোদ — সরে গেছে আলোর বৈকাল!
চলে গেছে জীবনের আজ এক — আর এক কাল
আসিত না যদি আর আলো লয়ে — রৌদ্র সঙ্গে লয়ে!
এই রাত্রি নক্ষত্র সমুদ্র লয়ে এমন বিশাল
আকাশের বুক থেকে...
Nahid
Re: Quantahouse( মনের বািড়)
from Nahid on 04/19/2016 01:41 PMতুমি আমার মনে এলে, বালুঘড়ি বিকল রাতের বেলা।
থেকে থেকে পড়ছে মনে
সে কোন ধুসর বেবিলনে
কবে গ্রীসের অলিভ বনে
তোমার সাথে সূর্য তীরে হয়েছিল খেলা
Nahid
Re: Quantahouse( মনের বািড়)
from Nahid on 04/19/2016 01:41 PMআবার আকাশে অন্ধকার ঘন হয়ে উঠেছে
আলোর রহস্যময়ী সহোদরার মতো এই অন্ধকার
Nahid
Re: Quantahouse( মনের বািড়)
from Nahid on 04/19/2016 01:42 PMমনে হয় একদিন আকাশে শুকতারা দেখিব না আর ;
দেখিব না হেলেঞ্চার ঝোপ থেকে একঝাড় জোনাকি কখন
নিভে যায় – দেখিব না আর আমি এই পরিচিত বাঁশবন ,
শুকনো বাঁশের পাতা -ছাওয়া মাটি হয়ে যাবে গভীর আঁধার
আমার চোখের কাছে – লক্ষ্মীপূর্ণিমার রাতে সে কবে আবার
পেঁচা ডাকে জোছনায় – হিজলের বাকা ডাল করে গুঞ্জরণ ;
Nahid
Re: Quantahouse( মনের বািড়)
from Nahid on 04/19/2016 01:45 PMআমাকে খোঁজো না তুমি বহুদিন..
কতদিন আমিও তোমাকে খুঁজি নাকো;-
এক নক্ষত্রের নিচে তবু - একই আলো পৃথিবীর পারে,
আমরা দুজনে আছি;
পৃথিবীর পুরনো পথের রেখা হয়ে যায় ক্ষয়...
প্রেম ধীরে মুছে যায়, নক্ষত্রেরও একদিন মরে যেতে হয়,
হয় নাকি?
Nahid
Re: Quantahouse( মনের বািড়)
from Nahid on 04/19/2016 01:45 PMআমাদের জীবন পাখিদের মতো নয়
যদি হ'ত
সেই মাঘের নীল আকাশে
(আমি তাকে নিয়ে) একবার ধবলাটের সমুদ্রের দিকে চলতাম,
গাঙশালিখের মতো আমরা দু'টিতে;
আমি কোন এক পাখির জীবনের জন্য অপেক্ষা করছি,
তুমি কোন এক পাখির জীবনের জন্য অপেক্ষা করছো;
হয়তো হাজার হাজার বছর পরে-
মাঘের নীল আকাশে
সমুদ্রের দিকে যখন উড়ে যাবো-
আমাদের মনে হবে
হাজার হাজার বছর আগে আমরা এমন উড়ে যেতে চেয়েছিলাম।
Nahid