Quantahouse( মনের বািড়)

1  |  2  |  3  |  4  |  »  |  Last [ Go to bottom  |  Go to latest post  |  Subscribe to this topic  |  Latest posts first ]


sohel

35, male

  Leading বাগেরহাটবাসী

Posts: 201

Quantahouse( মনের বািড়)

from sohel on 05/28/2015 02:25 PM

1450894_1422759131350307_8618147718236179313_n.jpg

Reply

Nahid

29, male

  বােগরহােটর বাঘ

Posts: 1614

Re: Quantahouse( মনের বািড়)

from Nahid on 04/19/2016 01:39 PM

আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

Nahid

Reply

Nahid

29, male

  বােগরহােটর বাঘ

Posts: 1614

Re: Quantahouse( মনের বািড়)

from Nahid on 04/19/2016 01:40 PM

আমার এ গান
কোনোদিন শুনবে না তুমি এসে-
আজ রাত্রে আমার আহবান
ভেসে যাবে পথের বাতাসে-
তবুও হৃদয়ে গান আসে!

Nahid

Reply

Nahid

29, male

  বােগরহােটর বাঘ

Posts: 1614

Re: Quantahouse( মনের বািড়)

from Nahid on 04/19/2016 01:40 PM

সেই শৈশবের থেকে এ-সব আকাশ মাঠ রৌদ্র দেখেছি;
এই সব নক্ষত্র দেখেছি।
বিস্ময়ের চোখে চেয়ে কতবার দেখা গেছে মানুষের বাড়ি
রোদের ভিতরে যেন সমুদ্রের পারে পাখিদের
বিষণ্ণ শক্তির মতো আয়োজনে নির্মিত হতেছে;
কোলাহলে-কেমন নিশীথ উৎসবে গ'ড়ে ওঠে।
একদিন শূন্যতায় স্তব্ধতায় ফিরে দেখি তারা
কেউ আর নেই।

Nahid

Reply

Nahid

29, male

  বােগরহােটর বাঘ

Posts: 1614

Re: Quantahouse( মনের বািড়)

from Nahid on 04/19/2016 01:40 PM

সে এসেছে — আকাশের শেষ আলো পশ্চিমের মেঘে
সন্ধ্যার গহ্বর খুঁজে পালায়েছে! — রক্তে রক্তে লাল
হয়ে গেছে বুক তার আহত চিতার মতো বেগে
পালায়ে গিয়েছে রোদ — সরে গেছে আলোর বৈকাল!
চলে গেছে জীবনের আজ এক — আর এক কাল
আসিত না যদি আর আলো লয়ে — রৌদ্র সঙ্গে লয়ে!
এই রাত্রি নক্ষত্র সমুদ্র লয়ে এমন বিশাল
আকাশের বুক থেকে...

Nahid

Reply

Nahid

29, male

  বােগরহােটর বাঘ

Posts: 1614

Re: Quantahouse( মনের বািড়)

from Nahid on 04/19/2016 01:41 PM

তুমি আমার মনে এলে, বালুঘড়ি বিকল রাতের বেলা।
থেকে থেকে পড়ছে মনে
সে কোন ধুসর বেবিলনে
কবে গ্রীসের অলিভ বনে
তোমার সাথে সূর্য তীরে হয়েছিল খেলা

Nahid

Reply

Nahid

29, male

  বােগরহােটর বাঘ

Posts: 1614

Re: Quantahouse( মনের বািড়)

from Nahid on 04/19/2016 01:41 PM

আবার আকাশে অন্ধকার ঘন হয়ে উঠেছে
আলোর রহস্যময়ী সহোদরার মতো এই অন্ধকার

Nahid

Reply

Nahid

29, male

  বােগরহােটর বাঘ

Posts: 1614

Re: Quantahouse( মনের বািড়)

from Nahid on 04/19/2016 01:42 PM

মনে হয় একদিন আকাশে শুকতারা দেখিব না আর ;
দেখিব না হেলেঞ্চার ঝোপ থেকে একঝাড় জোনাকি কখন
নিভে যায় – দেখিব না আর আমি এই পরিচিত বাঁশবন ,
শুকনো বাঁশের পাতা -ছাওয়া মাটি হয়ে যাবে গভীর আঁধার
আমার চোখের কাছে – লক্ষ্মীপূর্ণিমার রাতে সে কবে আবার
পেঁচা ডাকে জোছনায় – হিজলের বাকা ডাল করে গুঞ্জরণ ;

Nahid

Reply

Nahid

29, male

  বােগরহােটর বাঘ

Posts: 1614

Re: Quantahouse( মনের বািড়)

from Nahid on 04/19/2016 01:45 PM

আমাকে খোঁজো না তুমি বহুদিন..
কতদিন আমিও তোমাকে খুঁজি নাকো;-
এক নক্ষত্রের নিচে তবু - একই আলো পৃথিবীর পারে,
আমরা দুজনে আছি;
পৃথিবীর পুরনো পথের রেখা হয়ে যায় ক্ষয়...
প্রেম ধীরে মুছে যায়, নক্ষত্রেরও একদিন মরে যেতে হয়,
হয় নাকি?

Nahid

Reply

Nahid

29, male

  বােগরহােটর বাঘ

Posts: 1614

Re: Quantahouse( মনের বািড়)

from Nahid on 04/19/2016 01:45 PM

আমাদের জীবন পাখিদের মতো নয়
যদি হ'ত
সেই মাঘের নীল আকাশে
(আমি তাকে নিয়ে) একবার ধবলাটের সমুদ্রের দিকে চলতাম,
গাঙশালিখের মতো আমরা দু'টিতে;
আমি কোন এক পাখির জীবনের জন্য অপেক্ষা করছি,
তুমি কোন এক পাখির জীবনের জন্য অপেক্ষা করছো;
হয়তো হাজার হাজার বছর পরে-
মাঘের নীল আকাশে
সমুদ্রের দিকে যখন উড়ে যাবো-
আমাদের মনে হবে
হাজার হাজার বছর আগে আমরা এমন উড়ে যেতে চেয়েছিলাম।

Nahid

Reply
1  |  2  |  3  |  4  |  »  |  Last

« Back to forum