Search for posts by Nahid
First Page | « | 1 ... 91 | 92 | 93 | 94 | 95 ... 151 | » | Last
Search found 1502 matches:
Re: হ্যারমার ঠোডা
from Nahid on 04/19/2016 06:40 PMকেউ যদি তোমার জন্য কষ্ট পেয়েও বার বার তোমার কাছে ফিরে আসতে চায়,
তবে সহজেই বুঝে নিও তোমার জীবনে
সে এমন একজন মানুষ,
.
যে তোমাকে তার নিজের চেয়েও
বেশি ভালোবাসে heart emoticon
.
এমন মানুষগুলোকে কখনো
হারাতে দিও না,
সবসময় নিজের মত করে আকড়ে ধরে রেখ।
smile emoticon
.
Nahid
Re: Quantahouse( মনের বািড়)
from Nahid on 04/19/2016 01:57 PMমৃত্যুরেও তবে তারা হয়তো ফেলিবে বেসে ভালো!
সব সাধ জেনেছে যে সেও চায় এই নিশ্চয়তা!
সকল মাটির গন্ধ আর সব নক্ষত্রের আলো
যে পেয়েছে,- সকল মানুষ আর দেবতার কথা
যে জেনেছে,- আর এক ক্ষুধা তবু-এক বিহ্বলতা
তাহারও জানিতে হয়! এইমতো অন্ধকারে এসে!-
জেগে জেগে যা জেনেছ,- জেনেছ তা-জেগে জেনেছ তা,-
নতুন জানিবে কিছু হয়তো বা ঘুমের চোখে সে!
সব ভালোবাসা যার বোঝা হল,-দেখুক সে মৃত্যু ভালোবেসে!
Nahid
Re: Quantahouse( মনের বািড়)
from Nahid on 04/19/2016 01:57 PMএখন বাতাসে শব্দ নেই-তবু
শুধু বাতাসের শব্দ হয়
বাতাসের মত সময়ের
কোনো রৌদ্র নেই, তবু আছে
কোনো পাখি নেই, তবু রৌদ্রে সারাদিন
হংসের আলোর কণ্ঠ র'য়ে গেছে;
কোন রাণী নেই-তবু হংসীর আশার কণ্ঠ
এইখানে সাগরের রৌদ্রে সারা দিন।
Nahid
Re: Quantahouse( মনের বািড়)
from Nahid on 04/19/2016 01:56 PMমানুষ আমি,- মানুষ আমার পাশে;
হৃদয়ে তার হৃদয় মেশালেও
ব্যক্তি আমি- ব্যক্তিপুরুষ সেও
দ্বীপের মতো একা আমি তুমি;
অনন্ত সব পৃথক দ্বীপের একক মরুভূমি।।
Nahid
Re: Quantahouse( মনের বািড়)
from Nahid on 04/19/2016 01:56 PMহয়তো দেখিবে চেয়ে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে;
হয়তো শুনিবে এক লক্ষ্মীপেঁচা ডাকিতেছে শিমূলের ডালে;
হয়তো খইয়ের ধান ছড়াতেছে শিশু এক উঠানের ঘাসে;
রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক শাদা ছেঁড়া পালে
ডিঙা বায়;-রাঙা মেঘ সাঁতরায়ে অন্ধকারে আসিতেছে নীড়ে
দেখিবে ধবল বক; আমারেই পাবে তুমি ইহাদের ভিড়ে-
Nahid
Re: Quantahouse( মনের বািড়)
from Nahid on 04/19/2016 01:55 PMএই জীবনের ছকে-কাটা খেলার ঘরে এসে
হিসাব ক'রে তোমাকে ভালোবেসে
আমি যদি জয়ী হতাম-আলো পেতাম না তো।
ভালোবাসার অকূল সাগর বটের পাতায় ভেসে
পাড়ি দিতে চেয়েছি আমি তোমাকে ভালোবেসে।
Nahid
Re: Quantahouse( মনের বািড়)
from Nahid on 04/19/2016 01:55 PMপৃথিবীর মুখে তুড়ি দিয়ে দিয়ে
দুইটি হৃদয় সেই
ডাল তেল নুন জোটে না যাদের
জামা-শাড়ি কিছু নেই,
তবুও আকাশ জয়ের বাসনা
দু:খের গুলি সে যেন ঢিল,
আমরা দুজনে বেগুনি আকাশে
সোনালি ডানার শঙ্খচিল—
Nahid
Re: Quantahouse( মনের বািড়)
from Nahid on 04/19/2016 01:54 PMঝাউফুলে ঘাস ভরে — এখানে ঝাউয়ের নিচে শুয়ে আছি ঘাসের উপরে;
কাশ আর চোরকাঁটা ছেড়ে দিয়ে ফড়িং চলিয়া গেছে ঘরে।
সন্ধ্যার নক্ষত্র, তুমি বলো দেখি কোন্ পথে কোন্ ঘরে যাব!
কোথায় উদ্যম নাই, কোথায় আবেগ নাই — চিন্তা স্বপ্ন ভুলে গিয়ে
শান্তি আমি পাব?
রাতের নক্ষত্র, তুমি বলো দেখি কোন্ পথে যাব?
Nahid
Re: Quantahouse( মনের বািড়)
from Nahid on 04/19/2016 01:54 PMতুমি যদি বেঁচে থাক, — জেগে রব আমি এই পৃথিবীর পর —
যদিও বুকের পরে রবে মৃত্যু — মৃত্যুর কবর!
Nahid
Re: Quantahouse( মনের বািড়)
from Nahid on 04/19/2016 01:53 PMসে শুধু এসেছে বন্ধু চুপে চুপে একা
অন্ধকারে একবার দুজনার দেখা!
বৈশাখের বেলাতটে সমুদ্রের স্বর-
অনন্ত, অভঙ্গ, উষ্ণ, আনন্দসুন্দর!
Nahid