Search for posts by Nahid
First Page | « | 1 ... 82 | 83 | 84 | 85 | 86 ... 151 | » | Last
Search found 1502 matches:
Re: হ্যারমার ঠোডা
from Nahid on 04/19/2016 07:27 PMআমার নিভে যাওয়া প্রদীপ,
তুমি পারবে কি জ্বালাতে ?
আমার ভুলে যাওয়া স্বপ্ন,
পারবে কি দেখাতে ?
আমার হৃদয়ের গোপন কথা,
তুমি পারবে কি শুনতে ?
ভেঙ্গে যাওয়া জীবন আমার,
তুমি পারবে কি গড়তে ?
Nahid
Re: হ্যারমার ঠোডা
from Nahid on 04/19/2016 07:27 PMগোলাপে কাঁটা আছে জেনেও যেমন
মানুষ গোলাপ ফুল হাঁতে নেয়,
ঠিক তেমন ই ভাবে ভালোবাসায় কষ্ট
আছে জেনেও,
মানুষ ভালোবাসায় জড়ায়
Nahid
Re: হ্যারমার ঠোডা
from Nahid on 04/19/2016 07:26 PMএকটা মেয়ে তার ভালোবাসার মানুষটির
উপর ঘন - ঘন রাগ করে কেনো জানেন ?
মেয়েটি তার ভালোবাসার মানুষটির
কাছে একটু সময় চায়,
আরেকটু বেশি ভালোবাসা পেতে চায় ।
আর সে জানে সে যদি রাগ করে,
তবে তার ভালোবাসার
মানুষটি তাকে প্রতিদিনের থেকে একটু...
Nahid
Re: হ্যারমার ঠোডা
from Nahid on 04/19/2016 07:26 PMহারাবো না কোনোদিন,
যদি পাশে রাখো...
হাজার পথ পাড়ি দিবো,
যদি সাথে থাকো...
স্বপ্ন সব সত্যি হবে,
যদি তুমি চাও...
হৃদয়টা ভেঙ্গে যাবে,
যদি ভুলে যাও...
Nahid
Re: হ্যারমার ঠোডা
from Nahid on 04/19/2016 07:25 PM"নয়ন তোমারে পায় না দেখিতে"
___রবীন্দ্রনাথ ঠাকুর
নয়ন তোমারে পায় না দেখিতে
রয়েছ নয়নে নয়নে,
হৃদয় তোমারে পায় না জানিতে
হৃদয়ে রয়েছ গোপনে।
বাসনা বসে মন অবিরত,
ধায় দশ দিশে পাগলের মতো
Nahid
Re: হ্যারমার ঠোডা
from Nahid on 04/19/2016 07:25 PMসুখী মানুষদের রাত গুলো খুব ছোট ।
চোঁখ বন্ধ করার সাথে সাথে,
ভোর হয়ে যায় ।
কিন্তু , অসুখী মানুষদের,
রাত গুলো অনেক বড় ।
কালো চাঁদরে ঢাকা পৃথিবীর দিগন্তে
চোঁখ যায় তবু রাত শেষ হয় না ।
Nahid
Re: হ্যারমার ঠোডা
from Nahid on 04/19/2016 07:24 PMভুলে গেলে যেতে পারো,
বাঁধা দিবো না ।
জোর করে কিছু পাওয়া যায় না,
মন থেকে মিস করি তোমায় মুখ থেকে নয়,
জীবনের শেষ মূহর্তেও যেনো একবার
দেখা হয় ।
Nahid
Re: হ্যারমার ঠোডা
from Nahid on 04/19/2016 07:24 PMএকটা সময় ছিল যখন তুমি আমাকে ছাড়া আর
কিছু ভাবতে না ,
যখন তুমি আমার সকাল থেকে ঘুমানো
পর্যন্ত আমাকে নিয়ে ভাবতে ...
এখনও ভাবো তবে মানুষটা আর আমি না ....
এখনও তুমি ভালবাসার মিষ্টি মিষ্টি কথা
বলো ....
কিন্তু আমার সাথে না ....
এখনও আমি বুজতে পারি তোমার মন কখন
কি বলে........
Nahid
Re: হ্যারমার ঠোডা
from Nahid on 04/19/2016 07:23 PMআমার কান্নার মাঝে শুধু চোঁখের জল
টাই দেখেছো,
বাধ ভাঙ্গা আবেগ দেখো নি ।
আমার হাঁসির মাঝে শুধু সুখ টাই দেখেছো,
আঁড়ালে থাকা কষ্ট টা খোজো নি ।
আমার রাগের মাঝে শুধু অভিমান টাই
দেখেছো,
হৃদয় ছোঁয়া ভালোবাসা টা বুঝো নি ।
Nahid
Re: হ্যারমার ঠোডা
from Nahid on 04/19/2016 07:23 PMসুখের আকাশটা আজ
রাতের মতো কালো,
সাজানো স্বপ্নগুলো
হয়ে গেছে এলোমেলো
নেই কোন আশা
সব গেছে হারিয়ে...।।
কষ্টের ভুবনে আজ
আমি একা দারিয়ে।
কেন নীরবে বুক ফাটিয়ে
কাঁদতে হয় আমায়....।।
Nahid