Search for posts by Nahid
First Page | « | 1 ... 146 | 147 | 148 | 149 | 150 ... 151 | » | Last
Search found 1502 matches:
Re: Quantahouse( মনের বািড়)
from Nahid on 04/14/2016 09:39 AMরোদেলা দুপুরে ক্লান্ত শরীরে
হেঁটে আসা বহুদূর
দুঃখকে ভুলে হাতে হাত ধরে
গেয়ে যাওয়া প্রিয় সুর।
দূরে আরও দূরে হারিয়ে চলো
মেঘেদের ছায়া তলে
সুখে আরও সুখে তাকিয়ে দেখো
স্বপ্নেরা ডানা মেলে।.
Nahid
Re: Quantahouse( মনের বািড়)
from Nahid on 04/14/2016 09:37 AMনিশি অবসান প্রায়.. ঐ পুরাতন বর্ষ হয় গত
আমি আজি ধুলিতলে জীর্ণ জীবন করিলাম নত।।
বন্ধু হও , শত্রু হও যেখানে যে রও
ক্ষমা কর আজিকার মত
পুরাতন বরষের সাথে পুরাতন অপরাধ যত।।
-রবিন্দ্রনাথ ঠাকুর
শুভ নববর্ষ (১৪২৩)
Nahid
Re: Quantahouse( মনের বািড়)
from Nahid on 04/14/2016 09:36 AMদেখুন ভাই_______________
,
আমার কাছ থেকে পহেলা বৈশাখের শুভেচ্ছা পাওয়ার আশা করলে তাহলে সেইটা অবশ্যই ভুল করবেন।
,
কারন গরম ভাতকে পানি দিয়ে
পান্তাভাত আর হাজার টাকা
দিয়ে ইলিশ মাছ না খেলে যদি
আমি বাঙ্গালী না হই তাহলেও
আমার কোন সমস্যা নাই।
,
বড় লোকের একদিনের পান্তা ভাত
আর ইলিশ খাওয়া টাকা দিয়ে...
Nahid
Re: Quantahouse( মনের বািড়)
from Nahid on 04/14/2016 09:36 AMবাল, আর সহ্য হয়না আর এই মায়া দেখানো ঢং ...
.
যাৱা সারা বছর বিদেশী সংস্কৃতি নিয়ে মেতে থেকে, বিদেশী কুত্তাদের পা চেঁটে বছরের ৩-৪টা দিন (১লা বৈশাখ, ২১শে ফেব্রুয়ারি, ২৬শে মার্চ, ১৬ই ডিসেম্বর) আমি বাঙালী, বাঙালী চিৎকার করলেই বাঙালী হওয়া যায় না ।
.
ফেসবুকের ওয়ালে থালা ভরা পান্তা ইলিশের ছবি, বৈশাখী গান লিখে বাঙালিত্ব দেখাচ্ছেন ।
.
কোথায় থাকে আপনার বাঙালিত্ব কোথায় থাকে আপনার মনুষ্যত্ব যখন একটা পথশিশু ডাস্টবিন থেকে পচা খাবার কুড়িয়ে খাচ্ছে,পাশের অভাবি মানুষটা সারাটা বছর লবন- পান্তা খেয়ে...
Nahid
পাঁচমিশালি কবিতা.....
from Nahid on 04/11/2016 07:39 PMআজ বড় বেদনায় কাতর মন
উদাস আকাশের মতো
আজ সকল ভাবনারা চৌচির
বেদনা দহন জ্বালায়
এই মুহুর্তটি পার হলে
কাল জন্ম নেবে যে দিনটি
তা হতে পারতো আনন্দের
সভ্যমানুষের কাঙ্খিত দিন
না আর তা হয়নি সেদিন
নভেম্বরের তিন তারিখ
উণিষশত পচাত্তুরে
হয়নি-
কারন কিছু উন্মাদ কিছু নরপশু
কিছু উম্মাতাল নেশা খোর
কিছু ভংঙ্কর রক্ত চোষা কীট
কিছু হায়েনার দল
করে ছিল হত্যা জাতির বিবেক
চার জাতীয় নেতাকে
যারা ছিলেন আছেন আজও
জাতির শ্রদ্ধার ধন
শুধু হায়েনারা নিয়ে গেছে কেড়ে
তাদের জীবন
আজ তাই সেই নেশাখোর
উন্মাদদের জানাই ধিক্কার
ষোল কোটি মানুষের ধিক্কারের প্লাবনে
ডুবে যাক সে সকল পশু চীরতরে
যারা নিয়েছে রক্ত চার জাতীয় মহান নেতার
যারা দিয়ে গেছেন এই
Nahid
Re: কষ্টের কবিতা.....
from Nahid on 04/11/2016 06:24 PMসব কিছুই আছে ঠিক আগের মতো
শুধু তুমি অনেক খানি বদলে গেছো ।
তুমি নেই আর আগের মতো ।
আজো তোমার দেয়া প্রতিটি আঘাত
ক্ষত বিক্ষত করেছে আমার হ্নদয়
যা আজ পর্যন্ত সেই ঘা শুকাই নি ।
তুমি চলে গিয়ে তো আছো অনেক
সুখি কিন্তু তোমার ফেলা যাওয়া এক
মুঠো স্মৃতি , সেই মেঠো পথ,
শুকিয়ে যাওয়া কিছু ফুলের
পাপড়ি , আর রঙ্গিন কলমের
কালি দিয়ে লেখা তিন টি শব্দ
যা আজো আমাকে কাঁদায় প্রতিদিন
প্রতিক্ষনে । তুমিই যখন
থাকবে না তাহলে তোমার
স্মৃতি রেখে গেলে কেন
বলতে পারো ??
Nahid
Re: কষ্টের কবিতা.....
from Nahid on 04/11/2016 06:23 PMআমার সমস্ত ভাবনা যখন তোমাকে ছোঁয়,
আমার সমস্ত উপলব্ধি যখন তোমার
আত্মাকে স্পর্শ করে, আমার সমস্ত বোধ
যখন তোমার বোধিতে নিমজ্জিত হয়,
তখন আমার প্রাণের গভীর থেকে
স্বতঃস্ফূর্ত মোহন মন্ত্রের মতো উচ্চারিত হয়
একটি অত্যন্ত সহজ শব্দ..."আকাশ" ।
আমি শব্দটিকে ক্রমাগত উচ্চারণ করি ।
জানি না কেন এ শব্দটিই শুধু
এত বারবার ঘুরে ঘুরে আসে ।
জানি না কী পেয়েছে সে আমার ভিতরে?
আমি লক্ষ্য করেছি, 'আকাশ' শব্দটি
উচ্চারিত হওয়ার পরে আমার ভিতরে
আর কোন কষ্টই অবশিষ্ট থাকে না ।
যেন যুদ্ধের স্মৃতিবিজড়িত বুলেটের মতো
আমার বুকের ভিতরে গেঁথে ছিল
এই যন্ত্রণাক্ত আমাশ শব্দটি ।
তোমার আমার মাঝে আছে এরকম
বক্ষফাটা অনেক আকাশ ।
- আমি ব্যর্থ প্রেমিকের মতো মুগ্ধমূর্খচোখে
কেবল তাকিয়ে থাকি আকাশের দিকে ।
Nahid
Re: কষ্টের কবিতা.....
from Nahid on 04/11/2016 06:22 PMআমি বহুবার
ওয়াহিদ
আমি বহুবার কেঁদেছি ,,তবুও আসে নি কোন জল .....
আমি বহুবার খুঁজেছি ,,তবুও পাইনি পথের দিশা ,
এতো কান্না ,,খুঁজার মাঝেও কাটেনি আমার নিশা ।।
আমি বহুবার চেয়েছি ,,তবুও পারিনি বলতে তোমায় .....
আমি বহুবার চেয়েছি ধরতে তুমার হাত .....
এই ভেবে কেটে গেল অনেক সময় ,,কাটলো একা রাত ...
আমি বহুবার চেষ্টা করেছি ,
বহুবার বলেছি .....
বহুবার ধৈর্য ধরেছি ,
তবে পারিনা আমি আর ......
পারছি না এখন করতে বাকি সময় পার
মনের ও কি দোষ ,
তাতো বহুবার আশায় ছিল
বহুবার চেষ্টা করেছিল
কোন বার হয়নি তার পাওয়া
আজো এক তার চাওয়া
আমি বহুবার বলতে চেয়েছি
ভালবাসি তোমায়
আজো তা হয় নি তোমায় বলা
আমি বহুবার বুঝাতে চেয়েছি
আমি ভালবাসি তোমায়
কিন্তু বুঝ নি তা তুমি
Nahid
Re: কষ্টের কবিতা.....
from Nahid on 04/11/2016 06:20 PMহঠাৎ এসেছিলে চোখের আলোতে.....
হারিয়ে ফেলেছি এক ঝলকে.....
তবুও তুমি ছিলে চোখের কোণে.....
আগলে রেখেছি বড় যতনে.....
ভালোবেসেছি তোমাকে প্রথম.....
চোখের আলোতে এসেছ যখন.....
ছিলে হৃদয় জুড়ে প্রতিক্ষণে.....
ভালবাসা তো হয়না মনের বিপরীতে.....।
এটাই কি প্রণয়ের অনুভূতি.....??
তাই কতটা পথ খুঁজে ফিরে এসেছি.....।
হঠাৎ তোমার ছায়ায় আহ্বান.....
তাই ভুলে গেছি যা পিছুটান.....
ভালোবেসেছি তোমাকে প্রথম.....
চোখের আলোতে এসেছ যখন.....
ছিলে হৃদয় জুড়ে প্রতিক্ষণে.....
ভালবাসা তো হয়না মনের বিপরীতে.....।
মাঝে মাঝে তোমাকে বুঝিনা কেন.....?
তোমায় ঘিরে যে কত বেদনা.....
এসো না তুমি আঁধার ভুলে আলোতে.....
জড়িয়ে নিবো মায়ার চাদরে.....
ভালোবেসেছি তোমাকে প্রথম.....
চোখের আলোতে এসেছ যখন.....
ছিলে হৃদয় জুড়ে প্রতিক্ষণে.....।
ভালবাসা তো হয়না মনের বিপরীতে!
Nahid