Search for posts by Nahid
First Page | « | 1 ... 124 | 125 | 126 | 127 | 128 ... 151 | » | Last
Search found 1502 matches:
Re: রবিনের গলি
from Nahid on 04/17/2016 05:37 PMবুক ফাটল কিন্তু মুখ ফাটল না
Written by:A h.Shuvo(সেই ছেলেটা)
সময়টা ২০১২ সালের প্রথমদিকে আমি
তখন নবম শ্রেণিতে পড়ি।নতুন ফেসবুক
আইডি খুলেছি তাই মেয়েদেরকেই বেশি রিকুয়েস্ট পাঠাচ্ছি। এভাবেই
আস্তে আস্তে আমার আইডির বন্ধু
বাড়তে থাকে।একসময় এমন অবস্থা
হয়েছে যে আইডির ৫০০জন ফ্রেন্ডের
মধ্যে ৪৭০-৪৮০জন মেয়ে বন্ধু।মূল ঘটনা
ঘটে ২০১২শেষের দিকে।হঠাৎ একদিন
বিকালে চাঁদের বুড়ি নামের একটা
আইডি থেকে ম্যাসেজ আসে.......
Nahid
Re: রবিনের গলি
from Nahid on 04/17/2016 05:37 PMগল্প : শাপলাপুকুর
-
শরিফ নামের এক লোক মেঘলাকে কি সব আবোল তাবোল মেসেজ দিয়ে বিরক্ত করছে । একটা মেসেজের আগামাথা নেই । শেষে বিরক্ত হয়ে লোকটাকে আনফ্রেন্ড করে ফেসবুক থেকে মেঘলা বের হয়ে গেলো ।
প্রায় ঘণ্টাখানেক পর মেঘলা ফেসবুকে ঢুকে লক্ষ্য করল শরিফ আবারো মেসেজ পাঠিয়েছে । মেঘলা কিছুটা শিউরে উঠলো, কারণ আনফ্রেন্ড করে দেয়াতে সে নিশ্চয়ই রাগের চোটে গালি দিয়ে মেসেজ দিয়েছে ।
একবার একটা বদমাশ ছেলেকে মেঘলা আনফ্রেন্ড করার পর ছেলেটা মেসেজ দিয়েছিলো, "আমারে আনফ্রেন্ড করে দিলি ? অসুবিধা নাই, যাহ এবার ইচ্ছামত ঘু খা...
Nahid
Re: রবিনের গলি
from Nahid on 04/17/2016 05:36 PMছেলেটি প্রতিদিন দূর থেকেই মেয়েটিকে দেখে। মাঝে মাঝে খুব কাছে আসে -কাছ থেকে দেখার সুযোগ ও পায় । কিন্তু আর বলা হয় না। মেয়েটির হাসি, খুশি আর সন্তুষ্টি দেখেই দূর থেকে ছেলেটা তৃপ্ত থাকে। মেয়েটাকে সে কখনো বলে নি -মেয়েটা ও বুঝে না। মাঝে মাঝের দুয়েকটা হাসি ছেলেটাকে সব বলার উৎসাহ দেয়। কিন্তু পরক্ষনের নীরবতা আবার সে উৎসাহটাকে ধ্বংস করে দেয়। মেয়েটা বড় অদ্ভুদ - অদ্ভুদ তার ভাবনা। তাকে দেখে বুঝার কোন উপায় নেই - তার মনের কথাগুলো। ছেলেটা কবি -কবিতা লিখে স্বপ্নের সেই রাজকন্যাকে নিয়ে। আবার তা ছিড়ে ভাসিয়ে দেয়...
Nahid
Re: রবিনের গলি
from Nahid on 04/17/2016 05:36 PMঅল্প বয়সে যে প্রেমে পড়ে,
কোনো কিছু চিন্তা না করে,
ভালো মন্দ বিবেচনা না করে যে অনুভুতির সৃষ্টি
হয় এবং সেই অনুভূতির কারণে সম্পর্কে
জড়ানোটাকে আবেগ ছাড়া অন্য কিছু বলা যায় না
।
তাহলে এটা বলা যায় যেঃ অল্প বয়সে
ভালোবাসাটা হল আবেগ ।
অপরদিকে, এই অল্প বয়সের সম্পর্কটা ভেঙ্গে
ব্রেকআপ নামক চলে যাওয়াটা বা কারো কাছ
থেকে মুক্তি নেয়া বা মুক্তি দেয়াটা হলো
আবেগহীন বিবেক ।...
Nahid
Re: রবিনের গলি
from Nahid on 04/17/2016 05:36 PM"গল্প: স্মৃতিচারণ"
,
উৎসর্গঃ সাদিয়া আফরিন (অগ্নিবিন্দু)
,
আজ এতদিন পর তোমার প্রতি আমার অনুভূতি এতটুকুও কমে নি । সেদিনের কথা আমার আজো মনে আছে তুমি কিছু না জানিয়ে অনেক দূরে পাড়ি দিলে !
আমি তো আমার সবটা হৃদয় দিয়ে অনুভব করতাম । তাহলে কেনো তুমি আমাকে একটি বার বলে গেলে না যে, আমাদের একসাথে থাকা সম্ভব নয় ।
,
আমি অনেকবার তুমাকে খুজার চেষ্টা করেছি। তোমাকে কিনে দেয়া ঐ গ্রামীণ সীমটিতে এখনও আমি কল দিই, অনেক রাত ! রাতের ঐ সময়ে, যে সময়টাতে এক সময় তুমি আর আমি জীবন সাজানোর স্বপ্ন দেখতাম । তুমি আমাকে অনেক কিছু...
Nahid
Re: রবিনের গলি
from Nahid on 04/17/2016 05:35 PMশুধুই তোমাকে ভালবাসা
.
.
ছোট একটা পরিবারের মেয়ে শ্রেয়া। বাবা মা শ্রেয়া
আর তার ছোট বোন ছোয়া। বাবা সল্প বেতনের
চাকুরিজীবী, মা গৃহিনী। মোটামুটি স্বচছল পরিবার
শ্রেয়ার।
সাধারনত এই ধরনের পরিবার গুলো খুব সুখি হয় বলে
শুনেছিল শ্রেয়া। কিন্তু তার জীবনে যেন সমস্ত টাই
উল্টো।
.
বন্ধুরা যখন গল্প করে তাদের পরিবার, বাবা কে নিয়ে...
Nahid
Re: রবিনের গলি
from Nahid on 04/17/2016 05:35 PM→→অত:পর একটি ভালবাসার
সমাপ্তি←←
.
লিখা→→Md Marufur Rahman,,
________{দুঃখ নিবাসী}_______
.
মিলি :- হেল্লো সিফাত!!
সিফাত :- বলো শুনছি,,
মিলি:- আজ আমার পরিক্ষার রেজাল্ট
দেবে,,
আমি চাই আমার রেজাল্ট সবার আগে
তুমি জানবে...
Nahid
Re: রবিনের গলি
from Nahid on 04/17/2016 05:34 PMঅচেনা জলপরি
সাখাওয়াত হোসেন সৌখিন
Red Dot
তকির সবে মাত্র সম্মান দ্বিতীয় বর্ষে পড়ে। প্রতিদিন একই রাস্তা দিয়ে একই সময়ে ভার্সিটিতে যায়। হঠাৎ করে একদিন একটা বাসার দ্বিতীয় তলায় তার চোখ যায়। দেখে একটা অপরূপ চেহারার মেয়ে বই পড়তেছে। মেয়েটা এতো সুন্দর যে চোখ নামানো যায় না। মনে হচ্ছে মানুষ না,জলপরি। মানুষকে আল্লাহ এতো সুন্দর করে বানাতে পারে তার জানা ছিল না। মেয়েটা এক মনে বই পড়ে কোথাও তাকায় না। বারান্দায় বসে প্রতিদিন মেয়েটা বই পড়ে। প্রতিদিন ভার্সিটিতে যাওয়ার সময় মেয়েটিকে দেখে বই পড়তে। তকির ভাবে,পড়া ছাড়া হয়ত..
Nahid
Re: রবিনের গলি
from Nahid on 04/17/2016 05:34 PM______একটি প্রেম অতঃপর_______
____
মেয়েটিকে প্রতিদিন একই সময়ে একই রাস্তা দিয়ে হেটেঁ যেতে দেখছে তারেক।
মেয়েটি সম্ভবত তাদের এলাকায় নতুন এসেছে।
মেয়েটিকে দেখে তারেকের খুব ভাল লাগে।
একদিন মেয়েটির পিছু নেয় তারেক এবং দেখল
ইমদাদ এর বাসায় ভাড়া থাকে।
এরপর দিন বিকালে তারেক ইমদাদকে কল করে মাঠে আসতে বলল বলল ।
কিরে কি মনে করে আমাকে কল করলি (ইমদাদ)
অহ বলাই হয়নি ইমদাদ আর তারেক একই সাথে একই ক্লাসে পড়ত যদিও তারা একে অপরের সাথে
তেমন কথাবার্তা বলে না।
তকে কল করে এনেছি একটি কথা বলার জন্য (মুরাদ)...
Nahid
Re: রবিনের গলি
from Nahid on 04/17/2016 05:33 PM====গল্পের নাম অবহেলা ====
===লেখা Nobin chowdhury===
______________________________
কাউকে অবহেলা করা ঠিক না।
আজ আপনি অন্য কাউকে অবহেলা করছেন তো।
ঠিক এমন একদিন অন্য কেউ আপনাকে অবহেলা করবে এটাই সাভাবিক।
(শামীম) কেমন আছ জান্নাত?
জি ভালো!
কি কর?
কিছু না।
দুপুরে খাইছো?
হুমমম!...
Nahid