Search for posts by Nahid
First Page | « | 1 ... 113 | 114 | 115 | 116 | 117 ... 151 | » | Last
Search found 1502 matches:
Re: রবিনের গলি
from Nahid on 04/18/2016 05:39 PMজীবন হচ্ছে কষ্ট
নামের একটা ডায়েরি।
যেখানে কষ্টগুলো লিখলে
কালি শেষ হয়ে যায় না।
কিন্তু
সুখগুলো লিখতে গেলে
অল্প সময়ের মাঝে
কালি শেষ হয়ে যায়.
Nahid
Re: রবিনের গলি
from Nahid on 04/18/2016 05:36 PMহয়তো পৃথিবীর অনেক কিছু আছে,
তাই হারানোর কষ্ট পৃথিবীকে স্পর্শ করে না।
কিন্তু আমার পৃথিবীতে তুমি ছাড়া কেউ ছিলনা।
তাই কান্নার জল আমায় স্পর্শ করে যায় নিজের অজান্তেই. .... cry emoticon
Nahid
Re: রবিনের গলি
from Nahid on 04/18/2016 05:35 PMজগতে তারাই খুব বেশী কষ্ট পায়,
যারা মানুষকে সরল মনে ভালোবাসে।
বিনিময়ে তারা পায়, অনাদর, অবহেলা ও ঘৃণা।
তাই জগতে কাউকে সরল মনে ভালবাসতে নেই।
এখানে সরলতা মানে, চরম দুর্বলতা ....... cry emoticon
Nahid
Re: রবিনের গলি
from Nahid on 04/18/2016 05:35 PMভুলে গেলে যেতে পারো,
বাঁধা দিবো না ,
জোর করে কিছু পাওয়া যায় না...
মন থেকে মিস করি তোমায়
মুখ থেকে নয়,
জীবনের শেষ মূহর্তেও যেন
একবার দেখা হয়___ cry emoticon
Nahid
Re: রবিনের গলি
from Nahid on 04/18/2016 05:34 PMলাজুক ধরনের মানুষ বেশির ভাগসময়ই
মনের কথা বলতে পারেনা।মনের কথা
হড়বড় করে বলতে পারে শুধু মাত্র পাগলরাই।
পাগলরা মনে হয় সে কারণেই সুখি।
------ হুমায়ূন আহমেদ
Nahid
Re: রবিনের গলি
from Nahid on 04/18/2016 05:33 PMভুল তোমার ছিলো
তুমি বুঝতে পারোনি,
রাগ আমারও ছিলো,
কিন্তু আমি দেখায় নি...
ভুলে যেতে আমিও পারতাম,
কিন্তু চেষ্টা করিনি !
কারন ভুলে যাওয়ার জন্য,
ভালোবাসি নি ....... cry emoticon
Nahid
Re: রবিনের গলি
from Nahid on 04/18/2016 05:33 PMপ্রতি মানুষের জীবনে কষ্ট আছে,
শুধু তা প্রকাশ করার পদ্ধতি ভিন্ন,
নির্বোধরা প্রকাশ করে চোখের পানি
দিয়ে, আর বুদ্ধিমানরা প্রকাশ করে
মৃদু হাঁসি দিয়ে।
.
—হুমায়ূন আহমেদ
Nahid
Re: রবিনের গলি
from Nahid on 04/18/2016 05:33 PMএকদিন একটি ছেলে এবং একটি মেয়ে দুজন দুজনার প্রেমে পড়ল।
কিন্তু ছেলেটি ছিল একটি দরিদ্র পরিবার থেকে। মেয়েটির বাবা-মা ব্যাপারটা জানার পর থেকে খুশি হলনা। সুতরাং ছেলেটি সিদ্ধান্ত নিল মেয়েটির সাথে সাথে মেয়েটির বাবা-মায়েরও মন জয় করার। এক সময়, মেয়েটির বাবা-মা খেয়াল করল যে ছেলেটি অনেক ভাল ছিল এবং তারা এমন একটি...
Nahid
Re: রবিনের গলি
from Nahid on 04/18/2016 05:32 PMজীবন কখনো কখনো এতোটাই
যন্ত্রনাময় হয়ে দাঁড়ায়,
মনে হয় জীবন থেকে বিদায় নিয়ে ফেলি!
জীবন থেকে পালিয়ে এতো এতো দুরে চলে যাই,
যেখানে প্রানের চিহ্ন নেই ।
আগে বুঝতে পারতাম না,
এখন বোঝার আর বাকি নেই,
মানুষ কেনো আত্মহত্যার পথ বেছে নেয়..... cry emoticon
Nahid
Re: রবিনের গলি
from Nahid on 04/18/2016 05:31 PMকখনো জানতে চাওনি কেমন আছি।
দূর থেকে ভাবছো ভালো আছি।
ভাবছো আমি অন্য কাউকে নিয়ে ভাবছি।
যদি সবই বুঝো তবে কেন বুঝতে চাওনা,
"তোমাকে কতটা ভালোবাসি "??.... cry emoticon
Nahid