কষ্টের কবিতা.....
[ Go to bottom | Go to latest post | Subscribe to this topic | Latest posts first ]
কষ্টের কবিতা.....
from Nahid on 04/11/2016 06:17 PMকেমন করে সইবো সখি
কেমন করে বল,,
অবাক হয়ে চেয়ে দেখি
বৃষ্টির চোখে জল।।
হৃদয় আমার কাঁদে সখি
প্রানটা আমার পুড়ে,,
কষ্ট নামের মেঘ জমেছে
আমার আকাশ জুড়ে।।
চোখের জলে ভিজে সখি
পদ্ম ফুলের পাতা,,
মন আকাশে মেঘ জমেছে
আঁধার নিরবতা।।।।
Nahid
Re: কষ্টের কবিতা.....
from Nahid on 04/11/2016 06:17 PMগানে সুর নেই
ছবিগুলো রং ছাড়া,
মনে সুখ নেই
কবিতা গুলো ছন্দহারা।।
বিষাদ মন নিয়ে
ঘুরি জনতার ভীরে,
প্রার্থনা করি একা
নিরবে বসে মন্দিরে।।
আকাশে মেঘ নেই
সাগরে নেই ঢেউ,
অজান্তে হারিয়েছি তোমায়
জানে না কেউ।।
জানি আমি জানি
ভাঙ্গা কাচঁ লাগেনা জোড়া,
তবুও অপেক্ষা করি
হাতে নিয়ে ফুলের তোড়া।।
Nahid
Re: কষ্টের কবিতা.....
from Nahid on 04/11/2016 06:18 PMআমি আর কখনো
কাউকে ভালোবাসি,
বলবো না
আমি আর কখনো কারো
কাছে যেয়ে বলবো না
চলো কোন পানির পাশ
ঘেঁষে বসি ।
আমি আর কখনো কারো
হাত ধরতে যাবো না,
আমি আর কখনো কারো
পাশে যেয়ে বলবো না
চলো কুয়াশা ভেজা
মাটিতে পাশাপাশি
হাটি ।
আমি আর কখনো কারো
সাথে রাত জাগবো না
আমি আর কারো সাথে
কষ্ট আনন্দের
সময়গুলো
কখনো ভাগাভাগি করে
নেবো না,
Nahid
Re: কষ্টের কবিতা.....
from Nahid on 04/11/2016 06:19 PMযদি ভুল করে ভুলে যাওয়া যেতো,
তবে তোমায় ভুলে যেতাম ।
যদি অভিমান করে দূরে যাওয়া যেতো,
তবে তোমায় ছেড়ে যেতাম ।
যদি ইচ্ছের জোরে ঘৃণা করা যেতো তোমায়,
তবে তোমায় ঘৃণা করতাম ।
যদি কান্নার জলে আমার সকল দুঃখ ধুয়ে যেতো,
তবে দু'চোখের জলে সাগর সৃষ্টি করতাম ।
যদি আর একটি বার তোমায় কাছে পেতাম,
তবে হৃদয়ের অবশিষ্ট ভালোবাসা টুকু ও তোমাকেই দিতাম।
Nahid
Re: কষ্টের কবিতা.....
from Nahid on 04/11/2016 06:20 PMদি তুমি চাইতে পার আমার
কাছে,আমার জীবন।
তো কেন পারব না?
যদি তুমি চাইতে পার আমার
কাছে চন্দ্র-তারা।
তো কেন পারব না?
চেয়েছ তুমি আমার কাছে ভুলে
যেতে তোমাকে।
পারব না আমি ক্ষমা কর তুমি
আমাকে।
Nahid
Re: কষ্টের কবিতা.....
from Nahid on 04/11/2016 06:20 PMহঠাৎ এসেছিলে চোখের আলোতে.....
হারিয়ে ফেলেছি এক ঝলকে.....
তবুও তুমি ছিলে চোখের কোণে.....
আগলে রেখেছি বড় যতনে.....
ভালোবেসেছি তোমাকে প্রথম.....
চোখের আলোতে এসেছ যখন.....
ছিলে হৃদয় জুড়ে প্রতিক্ষণে.....
ভালবাসা তো হয়না মনের বিপরীতে.....।
এটাই কি প্রণয়ের অনুভূতি.....??
তাই কতটা পথ খুঁজে ফিরে এসেছি.....।
হঠাৎ তোমার ছায়ায় আহ্বান.....
তাই ভুলে গেছি যা পিছুটান.....
ভালোবেসেছি তোমাকে প্রথম.....
চোখের আলোতে এসেছ যখন.....
ছিলে হৃদয় জুড়ে প্রতিক্ষণে.....
ভালবাসা তো হয়না মনের বিপরীতে.....।
মাঝে মাঝে তোমাকে বুঝিনা কেন.....?
তোমায় ঘিরে যে কত বেদনা.....
এসো না তুমি আঁধার ভুলে আলোতে.....
জড়িয়ে নিবো মায়ার চাদরে.....
ভালোবেসেছি তোমাকে প্রথম.....
চোখের আলোতে এসেছ যখন.....
ছিলে হৃদয় জুড়ে প্রতিক্ষণে.....।
ভালবাসা তো হয়না মনের বিপরীতে!
Nahid
Re: কষ্টের কবিতা.....
from Nahid on 04/11/2016 06:22 PMআমি বহুবার
ওয়াহিদ
আমি বহুবার কেঁদেছি ,,তবুও আসে নি কোন জল .....
আমি বহুবার খুঁজেছি ,,তবুও পাইনি পথের দিশা ,
এতো কান্না ,,খুঁজার মাঝেও কাটেনি আমার নিশা ।।
আমি বহুবার চেয়েছি ,,তবুও পারিনি বলতে তোমায় .....
আমি বহুবার চেয়েছি ধরতে তুমার হাত .....
এই ভেবে কেটে গেল অনেক সময় ,,কাটলো একা রাত ...
আমি বহুবার চেষ্টা করেছি ,
বহুবার বলেছি .....
বহুবার ধৈর্য ধরেছি ,
তবে পারিনা আমি আর ......
পারছি না এখন করতে বাকি সময় পার
মনের ও কি দোষ ,
তাতো বহুবার আশায় ছিল
বহুবার চেষ্টা করেছিল
কোন বার হয়নি তার পাওয়া
আজো এক তার চাওয়া
আমি বহুবার বলতে চেয়েছি
ভালবাসি তোমায়
আজো তা হয় নি তোমায় বলা
আমি বহুবার বুঝাতে চেয়েছি
আমি ভালবাসি তোমায়
কিন্তু বুঝ নি তা তুমি
Nahid
Re: কষ্টের কবিতা.....
from Nahid on 04/11/2016 06:23 PMআমার সমস্ত ভাবনা যখন তোমাকে ছোঁয়,
আমার সমস্ত উপলব্ধি যখন তোমার
আত্মাকে স্পর্শ করে, আমার সমস্ত বোধ
যখন তোমার বোধিতে নিমজ্জিত হয়,
তখন আমার প্রাণের গভীর থেকে
স্বতঃস্ফূর্ত মোহন মন্ত্রের মতো উচ্চারিত হয়
একটি অত্যন্ত সহজ শব্দ..."আকাশ" ।
আমি শব্দটিকে ক্রমাগত উচ্চারণ করি ।
জানি না কেন এ শব্দটিই শুধু
এত বারবার ঘুরে ঘুরে আসে ।
জানি না কী পেয়েছে সে আমার ভিতরে?
আমি লক্ষ্য করেছি, 'আকাশ' শব্দটি
উচ্চারিত হওয়ার পরে আমার ভিতরে
আর কোন কষ্টই অবশিষ্ট থাকে না ।
যেন যুদ্ধের স্মৃতিবিজড়িত বুলেটের মতো
আমার বুকের ভিতরে গেঁথে ছিল
এই যন্ত্রণাক্ত আমাশ শব্দটি ।
তোমার আমার মাঝে আছে এরকম
বক্ষফাটা অনেক আকাশ ।
- আমি ব্যর্থ প্রেমিকের মতো মুগ্ধমূর্খচোখে
কেবল তাকিয়ে থাকি আকাশের দিকে ।
Nahid
Re: কষ্টের কবিতা.....
from Nahid on 04/11/2016 06:24 PMসব কিছুই আছে ঠিক আগের মতো
শুধু তুমি অনেক খানি বদলে গেছো ।
তুমি নেই আর আগের মতো ।
আজো তোমার দেয়া প্রতিটি আঘাত
ক্ষত বিক্ষত করেছে আমার হ্নদয়
যা আজ পর্যন্ত সেই ঘা শুকাই নি ।
তুমি চলে গিয়ে তো আছো অনেক
সুখি কিন্তু তোমার ফেলা যাওয়া এক
মুঠো স্মৃতি , সেই মেঠো পথ,
শুকিয়ে যাওয়া কিছু ফুলের
পাপড়ি , আর রঙ্গিন কলমের
কালি দিয়ে লেখা তিন টি শব্দ
যা আজো আমাকে কাঁদায় প্রতিদিন
প্রতিক্ষনে । তুমিই যখন
থাকবে না তাহলে তোমার
স্মৃতি রেখে গেলে কেন
বলতে পারো ??
Nahid