ভালোবাসার, কবিতা
1 | 2 | » | Last
[ Go to bottom | Go to latest post | Subscribe to this topic | Latest posts first ]
ভালোবাসার, কবিতা
from Nahid on 04/11/2016 12:46 PMআমায়, পাবে, না, খুঁজে
আমাকে দূরে চলে যেতে হবে, দূরে অনেক দূরে;
এই লোকালয় থেকে নির্জনে অজানা কোন অন্তপুরে!
যেখানে কেউ কোন ভাবেই পাবে না আমার দেখা,
যেখানের দিন ক্ষন তারিখ কিছুই রবে না লেখা!
জানি না আমি এমন জায়গার মিল্বে কি সন্ধান?
যদি পেতাম তাহলে অবিলম্বেই করতাম প্রস্থান!
এমন জায়গা যেটা কিনা হবে সমুদ্রের কাছাকাছি,
যেখানে আকাশ ছুঁয়েছে মাটিকে পানির পাশাপাশি!
বাতাসে দোলা যেথা আনে পাতায় পাতায় আলোড়ন,
আমি একা সেই সব দৃশ্য করতে চাই অবলোকন!
মর্মর ধ্বনি যেথা মনে এনে দেবে এক চাঞ্চলতা,
সমুদ্রের সাথে যেথা হবে আকাশের কথকতা!
পাখিরা উড়ে যাবে যেথা শুন্যে রঙ্গিন ডানা মেলে,
সেখানেই যেতে চাই আমি সবকিছুকে পিছনে ফেলে।
যেখানে থাকবে না কোন দুঃখ হতাশার দৈন্য দশা,
থাকবে না কোন জরা, ব্যাধি, শোক আর নিরাশা!
একা একা থাকবো, যেখানে কেউ পাবে না খুঁজে,
যেথায় থাকতে হবে না আমার দুঃখে মুখটি গুজে!
তাইত আমাকে চলে যেতে হবে দূরে, অনেক দূরে-
যেখানে তুমি পাবে না আমায় সারা পৃথিবী ঘুরে
Nahid
Re: ভালোবাসার, কবিতা
from Nahid on 04/11/2016 12:48 PMআমি কি চেয়েছিনু কখনো -তুমি ভালবাসো!
নিভৃতে নীলাকাশ ভেঙ্গে -আমাতে আসো,
চেয়েছি কি কখনো তোমার বুকের মৃদু কম্পন
আমার স্বপ্নে গড়ুক ভালবাসার অবুঝ স্পন্দন।
ভালবাসা, কিংবা, একটি, নির্ঘুম, রাত্রি,
আমি চেয়েছি শুধু একটু তোমার জানালায়
তোমায় দেখি অতপর একটু দুরে যেন নিজেকে লুকায়
অবাক বর্ষায় তুমি একপলক ভিজে ছুটে গাছ তলে,
চেয়েছিনু দেখতে তোমায় আমি একটু আড়ালে
আমি চেয়েছিনু শুধু শিউলী কুড়ানোর ভোরে,
তোমার কাকলীতে প্রথম রৌদ্র দেখি আমার ঘরে।
ছিলনা চাওয়া আমি তুমি মধ্যমাঠে ভরা জোস্নায়
একটু হাসি একটু উচ্ছ্বলতা আর খুনসুটি এলোমেলো দখিনায়,
শুধু চেয়েছি আমি জোস্নার আলোয় ভেজা তোমার বদনখানি
একপলক দেখি, গড়ি ক্লান্ত বিকেলে তোমার বিশুদ্ধ কাহিনি।
Nahid
Re: ভালোবাসার, কবিতা
from Nahid on 04/11/2016 12:50 PMবলেছিলাম অপেক্ষায় থাকবো
শিশিরের নির্মল স্নিগ্ধতা মাথায় নিয়ে আমি আপেক্ষায় আছি
আমি আপেক্ষায় আছি হীমেল রাতের নীলাভ উষ্ণতা নিয়ে
অপেক্ষায় আছি প্রত্যুষের নিরঙ্কুশ পবিত্রতা নিয়ে
অপেক্ষা –
বলেছিলাম অপেক্ষায় থাকবো
প্রভাতের প্রথম আলোর বহ্নিশিখা হাতে একরাশ হাসির মুগ্ধতা নিয়ে
আমি অপেক্ষায় আছি দুনিয়ার তাবত কোমলতা বুকের কোঠরে গেঁথে
মেতে আছি অপেক্ষার এক একটি বর্নীল সুবাসিত মর্মর মুহুর্তের সাথে
অনন্ত পথের জীবন্ত চপল চঞ্চলতায়
আমি আপেক্ষায় আছি তোমার কুসমিত হাতে হাত রাখতে
তোমার প্রজ্জলিত রূপের মহিমায় জ্বালাতে ভালোবাসার দ্বীপ
অপেক্ষায় আছি...
বলেছিলাম অপেক্ষায় থাকবো
বলেছিলাম তোমারই থাকবো
বৈশাখের কাল ঝড়ে যদি লন্ডভন্ড হয় সভ্যতা
যদি উত্ত্বাল সমুদ্রের ঢেউর তোড়ে খন্ড বিখন্ড হয় সমস্ত মানবতা
আমি আটুট থাকবো
তবুও আমি তোমারই থাকবো-
আমি তোমারই থাকবো
যুগের আগ্রাসনে যদি সাম্রাজ্যবাদের দখলে চলে যায় পৃথিবীর সমস্ত ভালোবাসা
মন বেচা কেনার হাটে যদি বাকী থাকে একটি মন
যেনে রেখো তোমারই তা অর্জন
তোমারই অপেক্ষায় ধুলিস্যাত হবে সকল নিস্প্রেমের তর্জন গর্জন।
Nahid
Re: ভালোবাসার, কবিতা
from Nahid on 04/11/2016 12:51 PMআমার শুধু ইচ্ছে করে
সঙ্গে বসে থাকি ।
হঠাৎ করে তোমার গায়ে
গোপনে হাত রাখি ।
রাখতে রাখতে সাহস হবে
সাহস থেকে প্রেম,
বুঝবে আমি শিকড়গুলো
কিভাবে ছড়ালেম ।
আমার শুধু ইচ্ছে করে
সঙ্গে ভেসে যেতে,
ভাসতে ভাসতে সবটা নদী
বুকের কাছে পেতে ।
এমনি করেই সাহস হবে
সাহস থেকে প্রেম,
তখন তুমি বুঝবে না যে
কিভাবে জড়ালেম।
Nahid
Re: ভালোবাসার, কবিতা
from Nahid on 04/11/2016 12:52 PMজেনে শোনে অনলে
জ্বলে পুড়ে ছাই
হওয়ার মাঝে যদি
কোনো সুখ থাকে,
তবে এর নাম ভালোবাসা,
এরই নাম প্রেম।
গরল পান করিয়া
বিষম জ্বালা সইতে
পারার মাঝে যদি
কোনো সুখ থাকে,
তবে এর নাম ভালোবাসা,
এরই নাম প্রেম।
খালি পায়ে উত্তপ্ত
মরুর বুকের বালিকায়
হাঁটায় মাঝে যদি
কোনো সুখ থাকে,
তবে এর নাম ভালোবাসা,
এরই নাম প্রেম।
দহন-বেলাতে খোলা
আকাশ তলে দগ্ধ
হওয়ার মাঝে যদি
কোনো সুখ থাকে,
তবে এর নাম ভালোবাসা,
এরই নাম প্রেম।
চাতকির মতো পিপাসায়
কাতর হইয়া ছটপট
করার মাঝে যদি
কোনো সুখ থাকে,
তবে এর নাম ভালোবাসা,
এরই নাম প্রেম।
রাতজাগা পাখির মতো
রাত জাগিয়া কারো
কথা ভাবার মাঝে
কোনো সুখ থাকে,
তবে এর নাম ভালোবাসা,
এরই নাম প্রেম।
নিশি-দিন কারো জন্য
উদাসীন উন্মাদ হইয়া
থাকার মাঝে যদি
কোনো সুখ থাকে,
তবে এর নাম ভালোবাসা,
এরই নাম প্রেম।
Nahid
Re: ভালোবাসার, কবিতা
from Nahid on 04/11/2016 12:53 PMযেদিন হবে দেখা, মন ভরে সাজিস।.. মায়াভরা ঐ দুচোখে, একটু কাজল আঁকিস। যেদিন হবে দেখা, নীল শাড়ি পড়িস।.. ছোট্ট এক লাল টিপ, কপালেতে দিস। যেদিন হবে দেখা, সময়মতো আসিস।.. ঐ কুচকুচে খোপায় তোর, বেলীর মালা বাঁধিস। যেদিন হবে দেখা, রঙিন মেহেদী দিস।... মেহেদী রাঙা ঐ দুহাতে, কাঁচের চুরি পড়িস। যেদিন দেখা হবে, খালি হাতে আসিস।.. ভালোবাসায় ভরিয়ে দেব, দুহাত ভরে নিস
Nahid
Re: ভালোবাসার, কবিতা
from Nahid on 04/11/2016 12:54 PMতোমার জন্য মিষ্টি হাসি
তোমার জন্য সুর।।
তোমার জন্য উদাস হাওয়া
মেঘের সমুদ্দুর।।
তোমার জন্য বাড়ানো হাত
তোমার জন্য সব।।
তোমার জন্য মনে
আমার মাতাল অনুভব।।
তোমার জন্য অনন্ত সুখ তোমার
জন্যে গান।।
তোমার জন্য ঠোঁট
বাকানো চাপা অভিমান।।
তোমার জন্য সব
রেখেছি কারো জন্যে নয়।।
শুধু তোমার অপেক্ষাতে ভয়
করেছি জয়।।
Nahid
Re: ভালোবাসার, কবিতা
from Nahid on 04/11/2016 12:57 PMতাহারে কহিনু, সুন্দর মেয়ে! তোমারে কবিতা করি,
যদি কিছু লিখি ভুরু বাঁকাইয়া রবে না ত দোষ ধরি।"
সে কহিল মোরে, "কবিতা লিখিয়া তোমার হইবে নাম,
দেশে দেশে তব হবে সুখ্যাতি, আমি কিবা পাইলাম ?"
স্তব্ধ হইয়া বসিয়া রহিনু কি দিব জবাব আর,
সুখ্যাতি তরে যে লেখে কবিতা, কবিতা হয় না তার।
হৃদয়ের ফুল আপনি যে ফোটে কথার কলিকা ভরি,
ইচ্ছা করিলে পারিনে ফোটাতে অনেক চেষ্টা করি।
অনেক ব্যথার অনেক সহার, অতল গভীর হতে,
কবিতার ফুল ভাসিয়া যে ওঠে হৃদয় সাগর স্রোতে।
তারে কহিলাম, তোমার মাঝারে এমন কিছু বা আছে,
যাহার ঝলকে আমার হিয়ার অনাহত সুর বাজে।
তুমিই হয়ত পশিয়া আমার গোপন গহন বনে,
হৃদয়-বীণায় বাজাইয়া সুর কথার কুসুম সনে।
আমি করি শুধু লেখকের কাজ, যে দেয় হৃদয়ে নাড়া,
কবিতা ত তার ; আর যেবা শোনে-কারো নয় এরা ছাড়া।
মানব জীবনে সবচেয়ে যত সুন্দরতম কথা,
কবিকার তারই গড়ন গড়িয়া বিলাইছে যথাতথা।
সেকথা শুনিয়া লাভ লোকসান কি জানি হয় না হয়,
কেহ কেহ করে সমরকন্দ তারি তরে বিনিময়।
Nahid
Re: ভালোবাসার, কবিতা
from Nahid on 04/11/2016 12:58 PMপায়রা বদ নীতিমালার আবদ্ধ সীমায়
দু'টি অসীম চোখের তারা জল জল,
সত্য বলা কথা খুব বেশী ভালবাসি
দেখতে চাই শেষ ফল।
পান্তা ভাত শুকনা মরিচ
হন্ত দন্ত খাওয়া দাওয়া,
দিনের আলোয় আলোকিত
মনের মানুষ হয়তো পাওয়া।
একটি মনের ছোট্ট আশা
স্বপ্ন বড় রঙ লাগা,
মিষ্টি প্রেমের কবিতা লিখে
রাত গভীরের রাত জাগা।
চোখের ভেতরে চোখ রাখ
কাছে আরো কাছে,
ভালবাসি খুব বেশী
এ কথার কি শেষ আছে
Nahid
Re: ভালোবাসার, কবিতা
from Nahid on 04/11/2016 12:59 PMকতো সুন্দরী রমনী দেখিয়া জুরালো এ নয়ন ৷
কোন নারী তবু ছুঁতে পারেনি মনের সিংহাসন ৷
কে তুমি নারী দেখিনি কভূ তোমার রূপের কায়া, কেনো জানিনা তোমার প্রতি আমার এতো মায়া ৷
মনের সিংহাসনে তুমি করলে আহরন,
তোমার কথা ভাবতেই লাগে অজানা শিহরন ৷
সারাটা দিন তোমার কথা ভাবতে ভালো লাগে,
তোমায় নিয়ে লিখতে গেলেই কবিতার শুর বাজে ৷
নীল আকাশে উরতে যেমন পাখির ভালো লাগে...
তোমায় নিয়ে ভাবতে আমার তেমন ভালো লাগে ৷
জানতে যদি চাও কখনো কেনো ভালোবাসি ....
বলবো আমি উচ্চস্বরে ভালোবাসি...তাই...ভালোবাসি ৷
বলবে তখন পাগল একটা... বলবো তখন আমি, পাগল নামটা আমার কাছে সবচাইতে দামি.
Nahid