কষ্টের কবিতা.....

[ Nach unten  |  Zum letzten Beitrag  |  Thema abonnieren  |  Neueste Beiträge zuerst ]


Nahid

28, Männlich

  বােগরহােটর বাঘ

Beiträge: 1614

কষ্টের কবিতা.....

von Nahid am 11.04.2016 06:17

কেমন করে সইবো সখি
কেমন করে বল,,
অবাক হয়ে চেয়ে দেখি
বৃষ্টির চোখে জল।।
হৃদয় আমার কাঁদে সখি
প্রানটা আমার পুড়ে,,
কষ্ট নামের মেঘ জমেছে
আমার আকাশ জুড়ে।।
চোখের জলে ভিজে সখি
পদ্ম ফুলের পাতা,,
মন আকাশে মেঘ জমেছে
আঁধার নিরবতা।।।।

Nahid

Antworten

Nahid

28, Männlich

  বােগরহােটর বাঘ

Beiträge: 1614

Re: কষ্টের কবিতা.....

von Nahid am 11.04.2016 06:17

গানে সুর নেই
ছবিগুলো রং ছাড়া,
মনে সুখ নেই
কবিতা গুলো ছন্দহারা।।
বিষাদ মন নিয়ে
ঘুরি জনতার ভীরে,
প্রার্থনা করি একা
নিরবে বসে মন্দিরে।।
আকাশে মেঘ নেই
সাগরে নেই ঢেউ,
অজান্তে হারিয়েছি তোমায়
জানে না কেউ।।
জানি আমি জানি
ভাঙ্গা কাচঁ লাগেনা জোড়া,
তবুও অপেক্ষা করি
হাতে নিয়ে ফুলের তোড়া।।

Nahid

Antworten

Nahid

28, Männlich

  বােগরহােটর বাঘ

Beiträge: 1614

Re: কষ্টের কবিতা.....

von Nahid am 11.04.2016 06:18

আমি আর কখনো
কাউকে ভালোবাসি,
বলবো না
আমি আর কখনো কারো
কাছে যেয়ে বলবো না
চলো কোন পানির পাশ
ঘেঁষে বসি ।

 

আমি আর কখনো কারো
হাত ধরতে যাবো না,
আমি আর কখনো কারো
পাশে যেয়ে বলবো না
চলো কুয়াশা ভেজা
মাটিতে পাশাপাশি
হাটি ।

আমি আর কখনো কারো
সাথে রাত জাগবো না
আমি আর কারো সাথে
কষ্ট আনন্দের
সময়গুলো
কখনো ভাগাভাগি করে
নেবো না,

Nahid

Antworten

Nahid

28, Männlich

  বােগরহােটর বাঘ

Beiträge: 1614

Re: কষ্টের কবিতা.....

von Nahid am 11.04.2016 06:19

যদি ভুল করে ভুলে যাওয়া যেতো,
তবে তোমায় ভুলে যেতাম ।
যদি অভিমান করে দূরে যাওয়া যেতো,
তবে তোমায় ছেড়ে যেতাম ।
যদি ইচ্ছের জোরে ঘৃণা করা যেতো তোমায়,
তবে তোমায় ঘৃণা করতাম ।
যদি কান্নার জলে আমার সকল দুঃখ ধুয়ে যেতো,
তবে দু'চোখের জলে সাগর সৃষ্টি করতাম ।
যদি আর একটি বার তোমায় কাছে পেতাম,
তবে হৃদয়ের অবশিষ্ট ভালোবাসা টুকু ও তোমাকেই দিতাম।

Nahid

Antworten

Nahid

28, Männlich

  বােগরহােটর বাঘ

Beiträge: 1614

Re: কষ্টের কবিতা.....

von Nahid am 11.04.2016 06:20

দি তুমি চাইতে পার আমার
কাছে,আমার জীবন।
তো কেন পারব না?
যদি তুমি চাইতে পার আমার
কাছে চন্দ্র-তারা।
তো কেন পারব না?
চেয়েছ তুমি আমার কাছে ভুলে
যেতে তোমাকে।
পারব না আমি ক্ষমা কর তুমি
আমাকে।

Nahid

Antworten

Nahid

28, Männlich

  বােগরহােটর বাঘ

Beiträge: 1614

Re: কষ্টের কবিতা.....

von Nahid am 11.04.2016 06:20

হঠাৎ এসেছিলে চোখের আলোতে.....
হারিয়ে ফেলেছি এক ঝলকে.....
তবুও তুমি ছিলে চোখের কোণে.....
আগলে রেখেছি বড় যতনে.....
ভালোবেসেছি তোমাকে প্রথম.....
চোখের আলোতে এসেছ যখন.....
ছিলে হৃদয় জুড়ে প্রতিক্ষণে.....
ভালবাসা তো হয়না মনের বিপরীতে.....।
এটাই কি প্রণয়ের অনুভূতি.....??
তাই কতটা পথ খুঁজে ফিরে এসেছি.....।
হঠাৎ তোমার ছায়ায় আহ্বান.....
তাই ভুলে গেছি যা পিছুটান.....
ভালোবেসেছি তোমাকে প্রথম.....
চোখের আলোতে এসেছ যখন.....
ছিলে হৃদয় জুড়ে প্রতিক্ষণে.....
ভালবাসা তো হয়না মনের বিপরীতে.....।
মাঝে মাঝে তোমাকে বুঝিনা কেন.....?
তোমায় ঘিরে যে কত বেদনা.....
এসো না তুমি আঁধার ভুলে আলোতে.....
জড়িয়ে নিবো মায়ার চাদরে.....
ভালোবেসেছি তোমাকে প্রথম.....
চোখের আলোতে এসেছ যখন.....
ছিলে হৃদয় জুড়ে প্রতিক্ষণে.....।
ভালবাসা তো হয়না মনের বিপরীতে!

Nahid

Antworten

Nahid

28, Männlich

  বােগরহােটর বাঘ

Beiträge: 1614

Re: কষ্টের কবিতা.....

von Nahid am 11.04.2016 06:22

আমি বহুবার
ওয়াহিদ

 

আমি বহুবার কেঁদেছি ,,তবুও আসে নি কোন জল .....
আমি বহুবার খুঁজেছি ,,তবুও পাইনি পথের দিশা ,
এতো কান্না ,,খুঁজার মাঝেও কাটেনি আমার নিশা ।।

আমি বহুবার চেয়েছি ,,তবুও পারিনি বলতে তোমায় .....
আমি বহুবার চেয়েছি ধরতে তুমার হাত .....
এই ভেবে কেটে গেল অনেক সময় ,,কাটলো একা রাত ...

আমি বহুবার চেষ্টা করেছি ,
বহুবার বলেছি .....
বহুবার ধৈর্য ধরেছি ,
তবে পারিনা আমি আর ......

পারছি না এখন করতে বাকি সময় পার

মনের ও কি দোষ ,
তাতো বহুবার আশায় ছিল
বহুবার চেষ্টা করেছিল
কোন বার হয়নি তার পাওয়া
আজো এক তার চাওয়া

আমি বহুবার বলতে চেয়েছি
ভালবাসি তোমায়
আজো তা হয় নি তোমায় বলা
আমি বহুবার বুঝাতে চেয়েছি
আমি ভালবাসি তোমায়
কিন্তু বুঝ নি তা তুমি

Nahid

Antworten

Nahid

28, Männlich

  বােগরহােটর বাঘ

Beiträge: 1614

Re: কষ্টের কবিতা.....

von Nahid am 11.04.2016 06:23

আমার সমস্ত ভাবনা যখন তোমাকে ছোঁয়,
আমার সমস্ত উপলব্ধি যখন তোমার
আত্মাকে স্পর্শ করে, আমার সমস্ত বোধ
যখন তোমার বোধিতে নিমজ্জিত হয়,
তখন আমার প্রাণের গভীর থেকে
স্বতঃস্ফূর্ত মোহন মন্ত্রের মতো উচ্চারিত হয়
একটি অত্যন্ত সহজ শব্দ..."আকাশ" ।

 

আমি শব্দটিকে ক্রমাগত উচ্চারণ করি ।
জানি না কেন এ শব্দটিই শুধু
এত বারবার ঘুরে ঘুরে আসে ।
জানি না কী পেয়েছে সে আমার ভিতরে?
আমি লক্ষ্য করেছি, 'আকাশ' শব্দটি
উচ্চারিত হওয়ার পরে আমার ভিতরে
আর কোন কষ্টই অবশিষ্ট থাকে না ।
যেন যুদ্ধের স্মৃতিবিজড়িত বুলেটের মতো
আমার বুকের ভিতরে গেঁথে ছিল
এই যন্ত্রণাক্ত আমাশ শব্দটি ।

তোমার আমার মাঝে আছে এরকম
বক্ষফাটা অনেক আকাশ ।
- আমি ব্যর্থ প্রেমিকের মতো মুগ্ধমূর্খচোখে
কেবল তাকিয়ে থাকি আকাশের দিকে ।

Nahid

Antworten

Nahid

28, Männlich

  বােগরহােটর বাঘ

Beiträge: 1614

Re: কষ্টের কবিতা.....

von Nahid am 11.04.2016 06:24

সব কিছুই আছে ঠিক আগের মতো
শুধু তুমি অনেক খানি বদলে গেছো ।
তুমি নেই আর আগের মতো ।
আজো তোমার দেয়া প্রতিটি আঘাত
ক্ষত বিক্ষত করেছে আমার হ্নদয়
যা আজ পর্যন্ত সেই ঘা শুকাই নি ।
তুমি চলে গিয়ে তো আছো অনেক
সুখি কিন্তু তোমার ফেলা যাওয়া এক
মুঠো স্মৃতি , সেই মেঠো পথ,
শুকিয়ে যাওয়া কিছু ফুলের
পাপড়ি , আর রঙ্গিন কলমের
কালি দিয়ে লেখা তিন টি শব্দ
যা আজো আমাকে কাঁদায় প্রতিদিন
প্রতিক্ষনে । তুমিই যখন
থাকবে না তাহলে তোমার
স্মৃতি রেখে গেলে কেন
বলতে পারো ??

Nahid

Antworten

« zurück zum Forum