হ্যারমার ঠোডা

Erste Seite  |  «  |  1  ...  4  |  5  |  6  |  7  |  8  ...  22  |  »  |  Letzte [ Nach unten  |  Zum letzten Beitrag  |  Thema abonnieren  |  Neueste Beiträge zuerst ]


Nahid

28, Männlich

  বােগরহােটর বাঘ

Beiträge: 1614

Re: হ্যারমার ঠোডা

von Nahid am 19.04.2016 07:04

আবিদ রিক্সা থেকে নেমে ভাড়া
দেয়ার জন্য পকেট থেকে মানিব্যাগ টা
বের করতে না করতেই শিমু হুট করে
রিক্সাওয়ালা কে ভাড়াটা দিয়ে দিলো।
- এটা কি হলো ??
- কি হইসে ?
- তুমি ভাড়া দিলা কেন ?
- দিসি তো কি হইসে !! অন্য কারো ভাড়া
তো দেইনি, আমার গুল্টুপুল্টুর ভাড়া দিসি।
- তাই বলে প্রতিদিন তুমিই এভাবে...

Nahid

Antworten

Nahid

28, Männlich

  বােগরহােটর বাঘ

Beiträge: 1614

Re: হ্যারমার ঠোডা

von Nahid am 19.04.2016 07:05

আমি কখনো বলবো না তোমাকে
ভালোবাসি,
হৃদয় ডাকো তাই তোমার কাছে আসি ।

 

শুধু আমার চোঁখের দিকে একবার তাকিয়ে
দেখো,
আমার চোঁখ কি বলে ?
তখন ই বুঝবে তুমি,
কতোটা ভালোবাসি তোমায় আমি ।

Nahid

Antworten

Nahid

28, Männlich

  বােগরহােটর বাঘ

Beiträge: 1614

Re: হ্যারমার ঠোডা

von Nahid am 19.04.2016 07:05

নিজেকে কখনো একা ভেবো না,
কারণ, পৃথিবীতে হয়তো তোমার
অপেক্ষায় এখনো কেউ পথ চেয়ে আছে ।

 

তুমি যদি হাত বাড়াও,
হয়তো সে ও তোমার হাত ধরবে ।

Nahid

Antworten

Nahid

28, Männlich

  বােগরহােটর বাঘ

Beiträge: 1614

Re: হ্যারমার ঠোডা

von Nahid am 19.04.2016 07:06

কখনো কখনো আপনাকে এটা উপলব্দি
করতে হবে
এবং ..................
মেনে নিতে হবে যে,
কিছু মানুষ আপনার হৃদয়েই থাকবে, জীবনে
নয়.......

Nahid

Antworten

Nahid

28, Männlich

  বােগরহােটর বাঘ

Beiträge: 1614

Re: হ্যারমার ঠোডা

von Nahid am 19.04.2016 07:06

ভালবাসা তুমি বড় সার্থপর !!
হঠাৎ হাসাও ,,
হঠাৎ কাঁদাও ,,
আবার হঠাৎ সব এলোমেলো করে দাও ..
ভালবাসা তুমি এত নিষ্ঠুর কেন ??

Nahid

Antworten

Nahid

28, Männlich

  বােগরহােটর বাঘ

Beiträge: 1614

Re: হ্যারমার ঠোডা

von Nahid am 19.04.2016 07:07

যে দিন আমি থাকবনা
সেদিন তুই কার উপর রাগ করবি
অভিমান করে বলবি
আমি তোকে ঘৃণা করি
হয়তো সেদিন তুই বুঝতে পারবি
আমি তোর কতো আপন ছিলাম...

Nahid

Antworten

Nahid

28, Männlich

  বােগরহােটর বাঘ

Beiträge: 1614

Re: হ্যারমার ঠোডা

von Nahid am 19.04.2016 07:07

পৃথিবীতে সবচেয়ে কষ্টকর জিনিস হচ্ছে
এমন কাউকে হারানো, যাকে সে অনেক
মূল্য দেয় ............
.
কিন্তু প্রকৃত পক্ষে সবচেয়ে বেদনার হচ্ছে
কাউকে বেশি মূল্য দিয়ে নিজেকেই
হারিয়ে ফেলা ..........
.
কখনো কখনো আপনাকে এটা উপলব্দি
করতে হবে এবংমেনে নিতে হবে..

Nahid

Antworten

Nahid

28, Männlich

  বােগরহােটর বাঘ

Beiträge: 1614

Re: হ্যারমার ঠোডা

von Nahid am 19.04.2016 07:08

কিছু কষ্ট পেয়েছিলাম,
কুড়িয়ে রাখবো কোথায় ভেবে
পাচ্ছিলাম না,
হঠাৎ মনে পড়ল আকাশের কথা,
ছুটে গিয়ে বললাম,
আকাশ তোমার বুকে কিছু কষ্ট রাখবো!
জায়গা হবে?
আকাশ বলল,
আমি তো মানুষ নই,
যা দিবে উজার করে দাও,
বইবার ক্ষমতা আমার আছে!

Nahid

Antworten

Nahid

28, Männlich

  বােগরহােটর বাঘ

Beiträge: 1614

Re: হ্যারমার ঠোডা

von Nahid am 19.04.2016 07:08

একবার ডাক দিয়ে দেখো
আমি কতোটা কাঙাল,
কতো হুলুস্থূল অনটন
আজন্ম ভেতরে আমার।

 

তুমি ডাক দিলে
নষ্ট কষ্ট সব নিমিষেই ঝেড়ে মুছে
শব্দের অধিক দ্রুত গতিতে পৌছুবো
পরিণত প্রণয়ের উৎসমূল ছোঁব
পথে এতোটুকু দেরিও করবো না।

Nahid

Antworten

Nahid

28, Männlich

  বােগরহােটর বাঘ

Beiträge: 1614

Re: হ্যারমার ঠোডা

von Nahid am 19.04.2016 07:09

এই হাত ছুঁয়েছে নীরার মুখ
আমি কি এ হাতে কোনো পাপ
করতে পারি?
শেষ বিকেলের সেই ঝুল বারান্দায়
তার মুখে পড়েছিল দুর্দান্ত সাহসী এক
আলো
যেন এক টেলিগ্রাম, মুহূর্তে উন্মুক্ত করে
নীরার সুষমা
চোখে ও ভুরুতে মেশা হাসি, নাকি
অভ্রবিন্দু?...

Nahid

Antworten
Erste Seite  |  «  |  1  ...  4  |  5  |  6  |  7  |  8  ...  22  |  »  |  Letzte

« zurück zum Forum